মন্দ কি তাই যদি হারাইকবিতার-ই সাথেশিশির ভেজা কুয়াশা ঢাকাসূর্য হাসেনা এমন কোনোপ্রাতে—
যদি হারাই নদীর চরেশীতের ভোরেবরফ শীতল হাওয়াআর কিছু নয় হাত দু’খানিহাতে হ’লে পাওয়া—তাতেই আমার স্বর্গ হাতেতোমার সাথে হলো ভালোবাসাসেইতো পুঁজি তারে পূঁজি—সকাল সাঁঝে আর বড়ো নয় আশা। কবিতাতে সব কিছু হয়সব পাওয়া যায় ভাবনা শকট চড়ে বাসনা মোর থাকি সদাতার-ই চরণ ধরে।।