ইসলামী ব্যাংকব্যবস্থা মুসলিম বিশ্বে নতুন একটি সংযোজন। নতুন-ধারার এই আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে আমরা অনেকেই জানতে উৎসুক, আবার অনেকে প্রচন্ড সন্দিহান। তাই ইসলামী ব্যাংকব্যবস্থা কীভাবে কাজ করে, আধুনিক ব্যাংকব্যবস্থার সাথে এর মিল-অমিল, সীমাবদ্ধতা ও সমাধান নিয়ে সংক্ষিপ্ত পরিসরে বইটিতে আলোচনা করা হয়েছে।
বইটির অন্যতম দুইটি বৈশিষ্ট্য হচ্ছে যৌক্তিক বিশ্লেষণ এবং ভাষার সরলতা। সম্পূর্ণ বিশ্লেষণধর্মী লেখায় ইসলামী ব্যাংকব্যবস্থাকে গল্পের ছলে তুলে ধরা সহজ নয়। কিন্তু এই কঠিন কাজটিই করা হয়েছে এই বইতে। একেবারে নতুন একজন পাঠকও বইটি পড়ে ইসলামী ব্যাংকব্যবস্থার ফাঁকি পুরোপুরি অনুধাবন করতে পারবে। মুরাবাহা, মুদারাবা, শিরকাতুল মিল্ক সহ জটিল জটিল সব চুক্তি লেখকের প্রাণবন্ত বর্ণনায় ছবির মত রঙ্গিন ও সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আলোর মত পরিষ্কার হয়ে গেছে শুভংকরের ফাঁকির অন্ধকার সব অলি-গলি।
বইটির আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে সমস্যা চিহ্নিত করে ক্ষ্যান্ত না হওয়া। বাস্তবে আদর্শ ইসলামী ব্যাংকের রূপরেখা কেমন হতে পারে তা সুনিপুণ ভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি ইসলামী ব্যাংক খাতে কর্মরত অসংখ্য ব্যক্তির সাক্ষাৎকারের আলোকে বাস্তব অভিজ্ঞতা ফুটিয়ে তোলা হয়েছে। এক বাক্যে, মহিরুহের মত বেড়ে উঠা ইসলামী ব্যাংকব্যবস্থা আসলেই কতটা ইসলামী এবং এই সমস্যার সমাধান কী তা সুস্পষ্ট যুক্তির আলোকে সরল বাংলায় বর্ণনা করা হয়েছে এই পুস্তিকায়।
বইটির অন্যতম দুইটি বৈশিষ্ট্য হচ্ছে যৌক্তিক বিশ্লেষণ এবং ভাষার সরলতা। সম্পূর্ণ বিশ্লেষণধর্মী লেখায় ইসলামী ব্যাংকব্যবস্থাকে গল্পের ছলে তুলে ধরা সহজ নয়। কিন্তু এই কঠিন কাজটিই করা হয়েছে এই বইতে। একেবারে নতুন একজন পাঠকও বইটি পড়ে ইসলামী ব্যাংকব্যবস্থার ফাঁকি পুরোপুরি অনুধাবন করতে পারবে। মুরাবাহা, মুদারাবা, শিরকাতুল মিল্ক সহ জটিল জটিল সব চুক্তি লেখকের প্রাণবন্ত বর্ণনায় ছবির মত রঙ্গিন ও সুস্পষ্ট হয়ে ফুটে উঠেছে। আলোর মত পরিষ্কার হয়ে গেছে শুভংকরের ফাঁকির অন্ধকার সব অলি-গলি।
বইটির আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে সমস্যা চিহ্নিত করে ক্ষ্যান্ত না হওয়া। বাস্তবে আদর্শ ইসলামী ব্যাংকের রূপরেখা কেমন হতে পারে তা সুনিপুণ ভাবে এখানে ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি ইসলামী ব্যাংক খাতে কর্মরত অসংখ্য ব্যক্তির সাক্ষাৎকারের আলোকে বাস্তব অভিজ্ঞতা ফুটিয়ে তোলা হয়েছে। এক বাক্যে, মহিরুহের মত বেড়ে উঠা ইসলামী ব্যাংকব্যবস্থা আসলেই কতটা ইসলামী এবং এই সমস্যার সমাধান কী তা সুস্পষ্ট যুক্তির আলোকে সরল বাংলায় বর্ণনা করা হয়েছে এই পুস্তিকায়।
Reviews
There are no reviews yet.