Look Inside

আজমতে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

৳ 140

ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসুলাল্লাহ! রাসুলে আরাবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কলিজার টুকরা। হুজুরকে ভালোবাসা একজন মুসলিমের ঈমানের অংশ। মুহাম্মাদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত ও মর্যাদার কথা বর্ণনা করা তো আমাদের গোলামদের জন্য দুঃসাহস বটে!

হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত ও শ্রেষ্ঠত্ব, মর্যাদা ও মাকাম আমি গোলাম কী বর্ণনা করব? হুজুরের শানে দরুদ পড়তে পারাটাই তো আমাদের দুনিয়া ও আখেরাতের সৌভাগ্য ও নেয়ামত! উম্মতের পক্ষে কি হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত ও শ্রেষ্ঠত্ব, মাকাম ও মর্যাদা অনুধাবন করা কিংবা বর্ণনা করা সম্ভব? এর উত্তর হলো কস্মিনকালেও নয়!

ডা. ইসরার আহমাদ রহ. যে বিষয়েই লেখায় হাত দিতেন, কোন না কোন নতুন দিগন্ত তিনি উন্মোচন করতেনই। সর্বদাই ইলমের নুরানি ঝলক তাঁর লেখায় লভ্য। তাঁকে পাঠ করা জরুরি। তার এই বইতেও পাঠক প্রতিটি পাতায় পাতায় ভাবনা, চিন্তা ও ফিকিরের এক নতুন জগতে প্রবেশ করবেন ইনশা আল্লাহ।

বক্ষ্যমাণ গ্রন্থে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, শ্রেষ্ঠত্ব, মাকাম ও মর্যাদা সম্পর্কে ইসলামের অবস্থান তুলে ধরার চেষ্টা করা হয়েছে। দ্বীন ও উম্মতের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদীর্ঘ তেইশ বছরের চেষ্টা-প্রচেষ্টা ও মেহনত, দাওয়াত ও বিপ্লবের রক্তাক্ত দাস্তান এবং মুহাম্মাদি বিপ্লবের সুপরিকল্পিত রূপরেখা তুলে ধরতে বান্দার পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করা হয়েছে।

এই বইটি আপনাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত, শ্রেষ্ঠত্ব, মাকাম ও মর্যাদা অনুধাবনের নতুন দিগন্তে প্রবেশ করাবে! দ্বীনের উপর চলা ও দ্বীন কায়েমের সুদীর্ঘ সফরের অত্যাবশ্যকীয় পাথেয় জোগাতে আপনাকে সাহায্য করবে! আপনার চিন্তার জগতকে আলোড়িত করবে! ইনশা আল্লাহ! সালাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!