“ইনসাইড ইসলাম”বইটির প্রথম ফ্লাপের কিছু কথা:
ইসলামিক আভ্যন্তরীণ এক নিজস্ব শক্তি রয়েছে। যার শক্তিমান আলাে আর প্রভার দ্বারা সে তার ব্যক্তি, পরিবার ও সমাজের মাঝে এক অনন্য উদ্দীপনা ছড়ানাের মাধ্যমে কার্যকরী পরিবর্তন সাধন করে। ইসলামের সেই অভ্যন্তরীণ শক্তি ও সৌন্দর্য বােঝাতেই আমরা এই নামকরণ করেছি। ‘ইনসাইড ইসলাম’। যার দ্বারা আমরা ইসলামের অভ্যন্তরীণ উদ্দীপনা ও শক্তিকে বাহ্যিকরূপে প্রকাশের মাধ্যমে আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজের সর্বস্তরে ব্যাপক পরিবর্তনের উদ্দীপনা ছড়িয়ে দিতে চাই। সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র। প্রয়াস। আশা করি এই গ্রন্থটি আমাদের সেই ‘ইনসাইড ইসলাম’-এর প্রকৃত শক্তি, সৌন্দর্য ও উদ্দীপনার পথে এগিয়ে যেতে উত্তম সহায়ক হবে, ইনশাআল্লাহ।।
ইসলামিক আভ্যন্তরীণ এক নিজস্ব শক্তি রয়েছে। যার শক্তিমান আলাে আর প্রভার দ্বারা সে তার ব্যক্তি, পরিবার ও সমাজের মাঝে এক অনন্য উদ্দীপনা ছড়ানাের মাধ্যমে কার্যকরী পরিবর্তন সাধন করে। ইসলামের সেই অভ্যন্তরীণ শক্তি ও সৌন্দর্য বােঝাতেই আমরা এই নামকরণ করেছি। ‘ইনসাইড ইসলাম’। যার দ্বারা আমরা ইসলামের অভ্যন্তরীণ উদ্দীপনা ও শক্তিকে বাহ্যিকরূপে প্রকাশের মাধ্যমে আমাদের ব্যক্তি, পরিবার ও সমাজের সর্বস্তরে ব্যাপক পরিবর্তনের উদ্দীপনা ছড়িয়ে দিতে চাই। সে লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র। প্রয়াস। আশা করি এই গ্রন্থটি আমাদের সেই ‘ইনসাইড ইসলাম’-এর প্রকৃত শক্তি, সৌন্দর্য ও উদ্দীপনার পথে এগিয়ে যেতে উত্তম সহায়ক হবে, ইনশাআল্লাহ।।
Reviews
There are no reviews yet.