আমি তো কবি নই, না আবৃত্তিকার, লেখক তো নইই। তবু এমন একটি বইয়ের সম্পাদনার স্বপক্ষে আমার কৈফিয়ত আত্মসন্তুষ্টি মাত্র। কথায় আছে না, কবিতার মানুষের সাথে কবিতার মানুষের যোগসূত্র স্থাপন হয়েই যায় কোনো না কোনোভাবে! আমি একজন কবিতা পাগল মানুষ। হুটহাট কবিতা খাওয়ার ক্ষুধা আমার খুব করে চেপে বসে। যেনো তেনো কবিতা না, বিরহের কবিতা। পেয়েও না পাওয়ার বিরহ। ছুঁতে গিয়ে অন্ধকারে মিলিয়ে ফেলার বিরহ। এমন এক তালাশ আমাকে পৌঁছে দিয়েছে অনিন্দিতার কলমের কাছে। যেখানে আমি পেয়েছি নতুন এক স্বাদ। আর মনে হলো আমার মতো আরো দশজন কবিতাপ্রেমীরও অধিকার আছে নতুন স্বাদ ভোগ করার। বলছিলাম ‘বিরহ নামের খামে’র কথা যা সাজানো হয়েছে বিরহের রঙ তুলিতে। মন খারাপের নিঃসঙ্গ রাত্রী, থমকে থাকা বিষণ্ণ সন্ধ্যা, বিচ্ছেদ থেকে ফিরতি মিলন, হৃদয়ের দোলাচলবৃত্তি, আক্ষেপ, আবেগ ও অভিমানের প্রতিটি মুহূর্তকে কবি তাঁর লেখনীর মাধুর্য দিয়ে আলপনার রঙে আঁকা ডালিতে সাজিয়ে উপস্থাপন করেছেন আমাদের সামনে। কবিতার শব্দ, বাক্য, ছন্দ ক্রমশই যেন স্পর্শ করে যাবে হৃদয়। কবি অনিন্দিতা অনি সেই প্রেম নামক বিরহের চিরায়ত রূপকে ফুটিয়ে তুলেছেন তাঁর অনবদ্য ছন্দে।
-আজমিন
Language | |
---|---|
Number of Pages | |
Author |
অনিন্দিতা অনি |
Publisher |
প্রজন্ম পাবলিকেশন |