বাংলা ভাষায় রচিত রোমন্টিক পদ্যে বিরহ একটি বিশেষ স্থান দখল করে রেখেছে। নারী-পুরুষ নিয়ে এই বিশ্বচরাচর অনাদিকাল হতে চলছে। তাই, নরনারীর সম্পর্ক বিবর্জিত সাহিত্য কল্পনা করা প্রায় অসম্ভব বলা চলে। কেননা, সাহিত্য মানব জীবনেরই প্রতিচ্ছবি।.
কবি নির্মলেন্দু গুণ তাঁর ‘ উপেক্ষা ‘ কবিতায় বিরহের কথা কত নান্দনিকভাবে উপস্থাপন করেছেন।
অনন্ত বিরহ চাই, ভালোবেসে কার্পণ্য শিখিনি৷ তোমার উপেক্ষা পেলে অনায়াসে ভুলে যেতে পারি সমস্ত বোধের উত্স গ্রাস করা প্রেম; যদি চাও ভুলে যাবো, তুমি শুধু কাছে এসে উপেক্ষা দেখাও৷
আমি কি ডরাই সখি, ভালোবাসা ভিখারি বিরহে?
“বিষাদ বোঝাই ডিঙি” কাব্যগ্রন্থে কবি বিরহে দুমড়ে মুচড়ে যেতে চান না।ফিরে আসার প্রত্যয় দেখা যায় কবিতায়। ‘ একদিন আমিও’ কবিতায় কবি লিখেছেন-
চোখ রাঙানোর ভয়ে আমি আর চুপ করে রইবো না, কারও অত্যাচার মুখ বুজে আমি আর সইবো না, মনের আশা-ভাষাকে আর গলা টিপে মারবো না। দেখে নিও, একদিন আমিও…
‘ফের জন্মে চখাচখি হবো ‘ কবিতায় কবির এক অনন্য অনুভূতি ব্যক্ত করেছেন-
ধান ক্ষেত থেকে পাট ক্ষেতের টলমলে জলে ডানকিনি মাছের টুপ করে ডুব পা ভিজিয়ে ঠোঁট চুবিয়ে পাশাপাশি চুপ চুপ আমাদের সৌন্দর্যে হিংসায় জ্বলতো ময়ূর! আমরা তা দেখেও দেখতাম না আমরা ব্যস্ত থাকতাম…
নিজেদের সাজিয়ে তোলার কাজে এ জন্মে তো সেটা হলো না রে….
ফের জন্মে যেন চখাচখি জীবন হয় মোদের।
কবিতাগুলো পাঠকের হৃদয় ছুঁয়ে দিবে ও পাঠকপ্রিয়তা পাবে।
কবি নির্মলেন্দু গুণ তাঁর ‘ উপেক্ষা ‘ কবিতায় বিরহের কথা কত নান্দনিকভাবে উপস্থাপন করেছেন।
অনন্ত বিরহ চাই, ভালোবেসে কার্পণ্য শিখিনি৷ তোমার উপেক্ষা পেলে অনায়াসে ভুলে যেতে পারি সমস্ত বোধের উত্স গ্রাস করা প্রেম; যদি চাও ভুলে যাবো, তুমি শুধু কাছে এসে উপেক্ষা দেখাও৷
আমি কি ডরাই সখি, ভালোবাসা ভিখারি বিরহে?
“বিষাদ বোঝাই ডিঙি” কাব্যগ্রন্থে কবি বিরহে দুমড়ে মুচড়ে যেতে চান না।ফিরে আসার প্রত্যয় দেখা যায় কবিতায়। ‘ একদিন আমিও’ কবিতায় কবি লিখেছেন-
চোখ রাঙানোর ভয়ে আমি আর চুপ করে রইবো না, কারও অত্যাচার মুখ বুজে আমি আর সইবো না, মনের আশা-ভাষাকে আর গলা টিপে মারবো না। দেখে নিও, একদিন আমিও…
‘ফের জন্মে চখাচখি হবো ‘ কবিতায় কবির এক অনন্য অনুভূতি ব্যক্ত করেছেন-
ধান ক্ষেত থেকে পাট ক্ষেতের টলমলে জলে ডানকিনি মাছের টুপ করে ডুব পা ভিজিয়ে ঠোঁট চুবিয়ে পাশাপাশি চুপ চুপ আমাদের সৌন্দর্যে হিংসায় জ্বলতো ময়ূর! আমরা তা দেখেও দেখতাম না আমরা ব্যস্ত থাকতাম…
নিজেদের সাজিয়ে তোলার কাজে এ জন্মে তো সেটা হলো না রে….
ফের জন্মে যেন চখাচখি জীবন হয় মোদের।
কবিতাগুলো পাঠকের হৃদয় ছুঁয়ে দিবে ও পাঠকপ্রিয়তা পাবে।
Reviews
There are no reviews yet.