কবি মিশি নাসরিনের কবিতার মূল বৈশিষ্ট্য হলো জীবনের সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলোকে তিনি কবিতায় তুলেধরেছেন। অনেক সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি, নানা ইন্দ্রিয়-অভিজ্ঞতা যেন ভাষায় মূর্ত হয়ে ধরা দেয় কবিতার পরতে পরতে। কে না জানে, অনুভূতির ভাষাই শাশ্বত, সর্বজনীন। বুদ্ধি ও যুক্তির ভাষা যেখানে গিয়ে হয়ে পড়ে অকার্যকর, সেখান থেকে শুরু হয় অনুভূতির ক্রিয়া; শুরু হয় লীলা, অনুভূতি আর অনুভূতিময় ভাষার। নিম্নে মিশিকাব্য’ কাব্যগ্রন্থের কয়েকটি পংক্তি পড়লেই পাঠক বুঝতে পারবেন।
স্মৃতি যদি রয়ে যায়, থাক না তবে…
কি ক্ষতি তাহাকে যদি পাই অনুভবে
সবার আড়ালে নিজমনে খেলা করি
নিরজনে নত চোখে তাহাকেই স্মরি…
(ঠুনকো)
এক যে ছিলো সোনার কন্যা আবেগে আকুল,
কাঁটা গাছে রাখলো সে হাত ভেবে রঙিন ফুল।
স্বপ্ন চোখে, তাই সে দেখে রঙে ভুবনময়,
ধুসর কাঁটা তাই আজ রক্ত-স্নানেতে লাল হয়….
(কন্যার ভুল)
জানালায় জলেরা থাকুক
তুমি থাকো বুকেতে আমার;
তুমি যদি এতটুকু ম্লান
সব ভেঙ্গে দিবো চুরমার……
(তাহার অনুনয়)
বইটির বহুল পাঠকপ্রিয়তা কামনা করছি।
অনেক শুভকামনা কবির জন্য
স্মৃতি যদি রয়ে যায়, থাক না তবে…
কি ক্ষতি তাহাকে যদি পাই অনুভবে
সবার আড়ালে নিজমনে খেলা করি
নিরজনে নত চোখে তাহাকেই স্মরি…
(ঠুনকো)
এক যে ছিলো সোনার কন্যা আবেগে আকুল,
কাঁটা গাছে রাখলো সে হাত ভেবে রঙিন ফুল।
স্বপ্ন চোখে, তাই সে দেখে রঙে ভুবনময়,
ধুসর কাঁটা তাই আজ রক্ত-স্নানেতে লাল হয়….
(কন্যার ভুল)
জানালায় জলেরা থাকুক
তুমি থাকো বুকেতে আমার;
তুমি যদি এতটুকু ম্লান
সব ভেঙ্গে দিবো চুরমার……
(তাহার অনুনয়)
বইটির বহুল পাঠকপ্রিয়তা কামনা করছি।
অনেক শুভকামনা কবির জন্য
Reviews
There are no reviews yet.