হেমন্তিকা জাগলো যখন
কৃত্তিকাও জাগলো
শিউলি হিজল সবার সাথে
গগন শিরীষ জাগলো।
কী আশে তুমি মুখ তুলে চাও
তুলো মেঘের পানে!
মেঘবালিকার দিগন্তটা
ভালো বুঝি লাগে?
ঘুমটি তোমার ভাঙে বুঝি
দেখে ভোরের আলো
নামটি বুঝি গগন শিরীষ
মেঘকে বেসেই ভালো!
হেমন্তকাল আসলো যখন
ছুটলো সাদা মেঘের পালকী
তোমার সরু হাত বাড়ালে
ওদের হতে সঙ্গী?
অপূর্ব কি রঙের মায়ায়
জরাও আমার মন,
ভালো লাগার আবেশ মেখে
জুড়াও দু’নয়ন।
হয়তো তুমি ক্ষণিক জেগে
ঘুমিয়ে পরো আবার,
তবু জেনো মন কেড়েছো
মুগ্ধ এ প্রাণ আমার।
নাহিদ আক্তার
কৃত্তিকাও জাগলো
শিউলি হিজল সবার সাথে
গগন শিরীষ জাগলো।
কী আশে তুমি মুখ তুলে চাও
তুলো মেঘের পানে!
মেঘবালিকার দিগন্তটা
ভালো বুঝি লাগে?
ঘুমটি তোমার ভাঙে বুঝি
দেখে ভোরের আলো
নামটি বুঝি গগন শিরীষ
মেঘকে বেসেই ভালো!
হেমন্তকাল আসলো যখন
ছুটলো সাদা মেঘের পালকী
তোমার সরু হাত বাড়ালে
ওদের হতে সঙ্গী?
অপূর্ব কি রঙের মায়ায়
জরাও আমার মন,
ভালো লাগার আবেশ মেখে
জুড়াও দু’নয়ন।
হয়তো তুমি ক্ষণিক জেগে
ঘুমিয়ে পরো আবার,
তবু জেনো মন কেড়েছো
মুগ্ধ এ প্রাণ আমার।
নাহিদ আক্তার
Reviews
There are no reviews yet.