ক্যালকুলাস অসাধারণ একটি বিষয়। এটা জাদুর মতো কোনো কিছুর ভাঙা-গড়ার হার বের করতে পারে। আবার কোনো কিছুর অসংখ্য ভাঙা টুকরো জোড়া লাগিয়ে মোটামুটি আগের অবস্থায় ফেরত দিতে পারে। অথচ এমন একদল আছে যারা বলবে, ‘বিশ্বাস করতে পারলাম না। ক্যালকুলাস হলো গণিতের সবচেয়ে কঠিন বিষয়, পরীক্ষায় এ নিয়ে প্রশ্ন না এলে পড়তামই না।’ এই যে পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য পড়া একটি দল, এই দলে বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী। এই দলের শিক্ষার্থীরা একদিন পরীক্ষায় অনেক নম্বর পেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলা হবে। তারা দেশ ও জাতির উপকারে আসবে। কিন্তু এই দলের পাশাপাশি খুব কমসংখ্যক হলেও চিন্তাশীল মানুষ আমাদের দরকার যারা গণিত-বিজ্ঞানের প্রতি ভালোবাসা থেকে পড়ে। নিজের আগ্রহ থেকে পড়ে, উপভোগ করার জন্য পড়ে। এই মানুষগুলো তাদের মুক্তচিন্তার মাধ্যমে প্রকৃতির দুর্জ্ঞেয় সব রহস্যকে ভেদ করবে। এই বইটা তাদের জন্যই। তাহলে শুরু করা যাক কলনবিলাস।
Reviews
There are no reviews yet.