গণিতের সৌন্দর্য উপপাদ্য কিংবা সমস্যার মধ্যে নয়; বরং এর প্রতিটি বিষয়ের মাঝে অন্তর্নিহিত সম্পর্কের মধ্যে। গণিতের সবকিছু একে অপরের সাথে সম্পর্কযুক্ত, যা সব বিজ্ঞানকে একত্র করে একটি অনন্য ভাষায়। গণিতের এ সৌন্দর্য নিজে উপলব্ধি করা এবং তা অন্যের কাছে পৌঁছে দেওয়া, এটাই আসলে সব গণিত ক্যাম্প ও গণিত ক্লাবের মূল লক্ষ্য।
গণিতের কিছু সুন্দর দিকের সাথে শিক্ষার্থীদের পরিচয় করানো, গণিত যে কেবল ত্রিভুজ-বৃত্ত-রেখা বা সমীকরণ সমাধান নয়, তা দেখানোই এই বইয়ের উদ্দেশ্য। প্রতিটি অধ্যায়ে একটি নতুন বিষয় লেকচারের আকারে উপস্থাপন করা হয়েছে, প্রচুর উদাহরণ এবং ছবির মাধ্যমে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। যেন এখান থেকে একজন শিক্ষার্থী নিজে শিখতে পারে এবং তা অন্যকে কীভাবে শেখানো যায় সে সম্পর্কে ধারণা লাভ করতে পারে। বইয়ের শেষ অধ্যায়ে নতুন গণিত ক্লাব চালু করার ব্যাপারে কিছু তথ্য ও দিকনির্দেশনা দেওয়া আছে, যা হয়তো গণিত ক্লাবগুলোকে তাদের যাত্রা শুরু করতে সাহায্য করবে।
সবার সম্মিলিত প্রচেষ্টায় গণিতের জগৎ সর্বক্ষণ প্রসারিত হচ্ছে। সবার মাঝে গণিতের আনন্দ ছড়িয়ে পড়ুক, এটাই আশা।
Reviews
There are no reviews yet.