রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ করেই নিখোঁজ হল সুদর্শনা এক যুবতী!
সংবাদপত্রের এই শিরোনামের মত এমন আরো কিছু ঘটনা শুনেছে জুলিয়া ক্যারল। উনিশ বছর বয়সী বুদ্ধিমতী ও সুদর্শনা এক মেয়ে জুলিয়া। এই বয়সে ভাবনাহীনভাবেই তার জীবন কাটবার কথা ছিল। কিন্তু বেশকিছু রহস্যময় ঘটনা নিয়ে সে শঙ্কিত। সেসব ঘটনা তাকে ভাবিয়ে তুলছে। জট পাকিয়ে দিচ্ছে মস্তিষ্কে। কোনোভাবেই কুলকিনারা মিলছে না। কেননা, কোন এক অজানা কারণে অদ্ভুতভাবে বিভিন্ন জায়গায় শুধুমাত্র তরুণীরা নিখোঁজ হয়ে যাচ্ছে, কোন হদিসই মিলছে না। এদের মধ্যে রয়েছে জনৈক ছাত্রী বেট্রিস অলিভার, যাযাবর মুনা সহ নাম না জানা আরো অনেকেই।
আত্মবিশ্বাসী জুলিয়া তাদের স্বজাতির অন্তর্ধানের পেছনের রহস্য উদঘাটনে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। যে করেই হোক তাকে জানতেই হবে, রুখে দিতে হবে এমন অনাকাঙ্ক্ষিত পরিণতি। বাকিদের মত নিখোঁজ হতে চায় না সে। তাই জটিল রহস্যের মধ্য দিয়ে যাত্রা শুরু করে – এর শেষ দেখে নেবার জন্য। সে কি পারবে এই রহস্যের জাল ভেদ করে নিখোঁজ হওয়া তরুনীদেরকে বাঁচাতে?
রহস্যের ধোঁয়াশায় দুর্দান্ত এক যাত্রার স্বাদ নিতে পড়তে পারেন ‘ব্লন্ড হেয়ার ব্লু আইজ’। নিউইয়র্ক টাইমস বেস্টসেলার লেখিকা “ক্যারিন স্লাথার” সম্পর্কে বিখ্যাত আমেরিকান গোয়েন্দা উপন্যাস লেখক মাইকেল কনলি বলেছেন, ‘থ্রিলার লেখকদের মধ্যে ক্যারিন অপ্রতিদ্বন্দ্বী।’ ছোট আকারের বই “ব্লন্ড হেয়ার ব্লু আইজ” তেমনটাই জানান দেয়।
Reviews
There are no reviews yet.