বইটি মূলত গণিতবিদ পিথাগোরাসের বর্ণাঢ্য জীবন ও তার চিন্তাধারা নিয়ে লেখা। পিথাগোরাস কে ছিলেন? গণিতবিদ, দার্শনিক, নাকি একটি কাল্পনিক চরিত্র। পিথাগোরাস যদিও গণিতবিদ হিসেবে পরিচিত, গণিত ছাড়াও তিনি ছিলেন সংগীতস্রষ্টা ও ক্রীড়া প্রশিক্ষক, আবার আধ্যাত্মিক গুরুও। বার্ট্রান্ড রাসেল পিথাগোরাস সম্পর্কে বলেন, ‘অসাধারণ মেধাবীদের একজন, যিনি বিচক্ষণতা ও অবিচক্ষণতা উভয় ক্ষেত্রেই সমান গুরুত্বপূর্ণ।’ অর্থাৎ জ্ঞানী পিথাগোরাসের মাঝে বাস করতেন আরেকজন বোকা পিথাগোরাস। বাংলা ভাষায় পিথাগোরাসকে নিয়ে আংশিক আলোচনা হলেও সম্পূর্ণ একটি বই লেখা হয়নি। অথচ শুধু সংখ্যা নিয়ে কত মজার মজার চিন্তায় না তিনি করেছিলেন। গাণিতিক চিন্তার মতো তার জীবনও কম রহস্যময় নয়। এই বইয়ের মাধ্যমে পাঠক অন্য এক পিথাগোরাসের দেখা পাবেন।
Reviews
There are no reviews yet.