“ফ্রিল্যান্সিং গুরু: অনলাইন আয়ের চাবিকাঠি” বইয়ের সংক্ষিপ্ত কথা:
ইন্টারনেটের যুগে বেকার শব্দটি বড় বেশি বেমানান। এখন আর কর্মসংস্থানের বা চাকরির জন্য অফিস থেকে অফিসে ঘুরে ঘুরে জুতার সুকতলি ক্ষয় করা নির্বুদ্ধিতারই সামিল। কারণ ইন্টারনেট সারা বিশ্বকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। এখন ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষজনের যোগাযোগ করা সম্ভব। বিদেশ-বিভুঁইয়ের কারো সাথে ভিডিও কথোপকথন আজ থেকে মাত্র তিন বছর আগেও অসম্ভব এবং অবিশ্বাস্য। এসব ব্যবস্থা এখন গ্রামের স্বল্পশিক্ষিত মানুষের কাছেও পরিচিত।
ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগব্যবস্থার অভাবিত উন্নতির ফলে সারা বিশ্বের ছোট ছোট কোম্পানির পাশাপাশি বড় কোম্পানিগুলোও ভাবতে শুরু করেছে, তাদের কাজের জন্য সব স্টাফকে অফিসে বসানোর দরকার নেই। খরচ কমানোর লক্ষে তারা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাজের জন্য লোক নেওয়া শুরু করল যারা অফিসে না এসে ঘরে বসেই সব কাজ করে দিতে পারবেন। ফলে স্বাবলম্বী হওয়ার জন্য এখন আর নিজের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, দেশ ত্যাগ করা নিষ্প্রয়োজন।
ঘরে বসেই মানুষ এখন বড় বড় কোম্পানিতে চাকরি করছে। অনলাইনে বসে এ রকম কাজ করাটাই ফ্রিল্যান্সিং। এক যুগেরও বেশি সময় ধরে লেখক তথ্যপ্রযুক্তির সাথে যুক্ত রয়েছেন। ফলে লেখক তার নিজ অভিজ্ঞতা থেকে ফ্রিল্যান্সিংসের আদ্যেপান্ত আলোচনা করেছেন।
ইন্টারনেটের যুগে বেকার শব্দটি বড় বেশি বেমানান। এখন আর কর্মসংস্থানের বা চাকরির জন্য অফিস থেকে অফিসে ঘুরে ঘুরে জুতার সুকতলি ক্ষয় করা নির্বুদ্ধিতারই সামিল। কারণ ইন্টারনেট সারা বিশ্বকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। এখন ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষজনের যোগাযোগ করা সম্ভব। বিদেশ-বিভুঁইয়ের কারো সাথে ভিডিও কথোপকথন আজ থেকে মাত্র তিন বছর আগেও অসম্ভব এবং অবিশ্বাস্য। এসব ব্যবস্থা এখন গ্রামের স্বল্পশিক্ষিত মানুষের কাছেও পরিচিত।
ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগব্যবস্থার অভাবিত উন্নতির ফলে সারা বিশ্বের ছোট ছোট কোম্পানির পাশাপাশি বড় কোম্পানিগুলোও ভাবতে শুরু করেছে, তাদের কাজের জন্য সব স্টাফকে অফিসে বসানোর দরকার নেই। খরচ কমানোর লক্ষে তারা সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে কাজের জন্য লোক নেওয়া শুরু করল যারা অফিসে না এসে ঘরে বসেই সব কাজ করে দিতে পারবেন। ফলে স্বাবলম্বী হওয়ার জন্য এখন আর নিজের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, দেশ ত্যাগ করা নিষ্প্রয়োজন।
ঘরে বসেই মানুষ এখন বড় বড় কোম্পানিতে চাকরি করছে। অনলাইনে বসে এ রকম কাজ করাটাই ফ্রিল্যান্সিং। এক যুগেরও বেশি সময় ধরে লেখক তথ্যপ্রযুক্তির সাথে যুক্ত রয়েছেন। ফলে লেখক তার নিজ অভিজ্ঞতা থেকে ফ্রিল্যান্সিংসের আদ্যেপান্ত আলোচনা করেছেন।
Reviews
There are no reviews yet.