“টবে ও ছাদে ফুল ফল ও সবজির চাষ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বাগানের গাছের চেয়ে টবের গাছ করা অপেক্ষাকৃত সহজ। কারণ টবের গাছের ক্ষেত্রে আগাছা নিয়ে মাথা ঘামাতে হয় না। শুধু তাই না ছায়ার গাছের সার ও পানির প্রয়ােজন হয় কম। যাদের দিনের প্রায় সবটুকু সময় বাইরে থাকতে হয় তাদের পক্ষেও রাতে কিংবা ভােরের বেলাতে টবের গাছের পরিচর্যা করে সুন্দর একটি বাগান গড়ে তােলা সম্ভব। তাছাড়া পরিচর্যার ক্ষেত্রে বাড়ীর গৃহিনী, ছেলেমেয়ে বা পরিচারিকার দ্বারা করানাে যেতে পারে। আমাদের দেশের শহরাঞ্চলে বাগান করার মতাে যথেষ্ট জায়গার যে অভাব রয়েছে তা আমরা সকলেই জানি। আর এ জন্যই যে, শহরাঞ্চলের লােক বাগান করবে না তা হতে পারে না। এ সকল দিক বিবেচনা করেই উক্ত বইটিতে টবে বা ছাদে কিভাবে ফুল, ফল ও সবজির চাষ করবেন সে বিষয়ে বিস্তারিত আলােচনা করা হয়েছে। বইটি ফুল, ফল ও সবজি চাষে উৎসাহী বাগন প্রেমীদের খুব উপকার হবে বলে আমার বিশ্বাস।
বাগানের গাছের চেয়ে টবের গাছ করা অপেক্ষাকৃত সহজ। কারণ টবের গাছের ক্ষেত্রে আগাছা নিয়ে মাথা ঘামাতে হয় না। শুধু তাই না ছায়ার গাছের সার ও পানির প্রয়ােজন হয় কম। যাদের দিনের প্রায় সবটুকু সময় বাইরে থাকতে হয় তাদের পক্ষেও রাতে কিংবা ভােরের বেলাতে টবের গাছের পরিচর্যা করে সুন্দর একটি বাগান গড়ে তােলা সম্ভব। তাছাড়া পরিচর্যার ক্ষেত্রে বাড়ীর গৃহিনী, ছেলেমেয়ে বা পরিচারিকার দ্বারা করানাে যেতে পারে। আমাদের দেশের শহরাঞ্চলে বাগান করার মতাে যথেষ্ট জায়গার যে অভাব রয়েছে তা আমরা সকলেই জানি। আর এ জন্যই যে, শহরাঞ্চলের লােক বাগান করবে না তা হতে পারে না। এ সকল দিক বিবেচনা করেই উক্ত বইটিতে টবে বা ছাদে কিভাবে ফুল, ফল ও সবজির চাষ করবেন সে বিষয়ে বিস্তারিত আলােচনা করা হয়েছে। বইটি ফুল, ফল ও সবজি চাষে উৎসাহী বাগন প্রেমীদের খুব উপকার হবে বলে আমার বিশ্বাস।
Reviews
There are no reviews yet.