“আন্তর্জাতিক রেটেড দাবা খেলোয়াড় হোন”বইটির সম্পর্কে লেখকের কিছু কথা:
বিশ্ব দাবা সংস্থা’র বিখ্যাত ওয়েবসাইট (www.fide.com) এ আন্তর্জাতিক খেলােয়াড়ের ছবি, নাম, দেশের নাম, জন্ম তারিখ, বর্তমান রেটিংসহ আনুষঙ্গিক বিভিন্ন তথ্যাদি প্রকাশিত হয়। ফলে, একজন আন্তর্জাতিক দাবা খেলােয়াড় তাঁর রেটিং বৃদ্ধি করে নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুপ্রতিষ্ঠিত করতে উৎসাহিত হন। এভাবে তিনি সারা বিশ্বে পরিচিতি লাভ করেন এবং সেই সাথে বহির্বিশ্বের নিকট নিজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন।
বাংলা ভাষায় দাবা বইয়ের যথেষ্ট অভাব থাকায় আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি যেন এই বইটির মাধ্যমে বাংলাদেশের দাবা অনুরাগীদের দাবার প্রতি উৎসাহ বৃদ্ধি পায়। এই বইয়ে দাবার প্রাথমিক স্তর থেকে জটিলতম অধ্যায়সমূহ যথাসম্ভব সহজভাবে এবং আমার নিজস্ব পদ্ধতিতে বর্ণনা করেছি। মূলত নন-রেটেড খেলােয়াড়দের উদ্দেশ্যে বইটি লেখা হলেও আশা করি সর্বস্তরের দাবা খেলােয়াড়ই বইটি থেকে উপকৃত হবেন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে একজন দাবা খেলােয়াড়ের খেলার মান উন্নয়ন করা, যাতে করে তিনি আন্তর্জাতিক খেলােয়াড় হিসাবে স্বীকৃতি পেতে পারেন।
যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ সহ বেশ কয়েকজন বিশ্ব সেরা দাবাড়ু রয়েছেন, সেখানে আমাদের দেশে মাত্র দুইজন গ্রান্ড মাস্টার এবং তিনজন আন্তর্জাতিক মাস্টার রয়েছেন। আর সর্বমােট রেটেড খেলােয়াড়ের সংখ্যা একশত এর চাইতেও কম। অথচ ভারতে রেটেড খেলােয়াড়ের সংখ্যা অসংখ্য। দেশে রেটেড খেলােয়াড়ের সংখ্যা যত বৃদ্ধি পাবে নিঃসন্দেহে খেলােয়াড়রা তত শীর্ষস্থানের দিকে অগ্রসর হতে পারবে।
সাধারণ খেলােয়াড়দের নিকট ‘রেটেড’ শব্দটি হয়ত নতুন শােনাচ্ছে। তাদের জানাতে চাই যে ফ্রান্সে গঠিত বিশ্ব দাবা সংস্থা (FIDE) যে সমস্ত খেলােয়াড়দের স্বীকৃতি দেয় তাদেরকে আন্তর্জাতিক রেটেড খেলােয়াড় বলে। প্রত্যেক রেটেড খেলােয়াড়কে নির্দিষ্ট সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। এই সংখ্যাকে রেটিং বলে। ১৮০০ সংখ্যা থেকে রেটিং শুরু হয় এবং পরবর্তীতে দুইজন রেটেড খেলােয়াড়ের মধ্যকার খেলার ফলাফল অনুযায়ী রেটিং বাড়তে বা কমতে থাকে। ননরেটেড খেলােয়াড়ের সঙ্গে কোন রেটেড খেলােয়াড় জিতলে বা ড্র করলে বা হেরে গেলে উক্ত রেটেড খেলােয়াড়ের রেটিং এর কোনাে পরিবর্তন হয় না। কোনাে রেটেড খেলােয়াড়ের রেটিং কমতে কমতে ‘১৮০০ সংখ্যার কম হয়ে গেলে তিনি আবার নন-রেটেড খেলােয়াড়ে পরিণত হন। উল্লেখ্য, বর্তমান বিশ্বসেরা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ দাবাড়ু রাশিয়ান গ্যারি ক্যাম্পারভ এর রেটিং।
বিশ্ব দাবা সংস্থা’র বিখ্যাত ওয়েবসাইট (www.fide.com) এ আন্তর্জাতিক খেলােয়াড়ের ছবি, নাম, দেশের নাম, জন্ম তারিখ, বর্তমান রেটিংসহ আনুষঙ্গিক বিভিন্ন তথ্যাদি প্রকাশিত হয়। ফলে, একজন আন্তর্জাতিক দাবা খেলােয়াড় তাঁর রেটিং বৃদ্ধি করে নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুপ্রতিষ্ঠিত করতে উৎসাহিত হন। এভাবে তিনি সারা বিশ্বে পরিচিতি লাভ করেন এবং সেই সাথে বহির্বিশ্বের নিকট নিজ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেন।
বাংলা ভাষায় দাবা বইয়ের যথেষ্ট অভাব থাকায় আমি আমার সাধ্যমত চেষ্টা করেছি যেন এই বইটির মাধ্যমে বাংলাদেশের দাবা অনুরাগীদের দাবার প্রতি উৎসাহ বৃদ্ধি পায়। এই বইয়ে দাবার প্রাথমিক স্তর থেকে জটিলতম অধ্যায়সমূহ যথাসম্ভব সহজভাবে এবং আমার নিজস্ব পদ্ধতিতে বর্ণনা করেছি। মূলত নন-রেটেড খেলােয়াড়দের উদ্দেশ্যে বইটি লেখা হলেও আশা করি সর্বস্তরের দাবা খেলােয়াড়ই বইটি থেকে উপকৃত হবেন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে একজন দাবা খেলােয়াড়ের খেলার মান উন্নয়ন করা, যাতে করে তিনি আন্তর্জাতিক খেলােয়াড় হিসাবে স্বীকৃতি পেতে পারেন।
যেখানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ সহ বেশ কয়েকজন বিশ্ব সেরা দাবাড়ু রয়েছেন, সেখানে আমাদের দেশে মাত্র দুইজন গ্রান্ড মাস্টার এবং তিনজন আন্তর্জাতিক মাস্টার রয়েছেন। আর সর্বমােট রেটেড খেলােয়াড়ের সংখ্যা একশত এর চাইতেও কম। অথচ ভারতে রেটেড খেলােয়াড়ের সংখ্যা অসংখ্য। দেশে রেটেড খেলােয়াড়ের সংখ্যা যত বৃদ্ধি পাবে নিঃসন্দেহে খেলােয়াড়রা তত শীর্ষস্থানের দিকে অগ্রসর হতে পারবে।
সাধারণ খেলােয়াড়দের নিকট ‘রেটেড’ শব্দটি হয়ত নতুন শােনাচ্ছে। তাদের জানাতে চাই যে ফ্রান্সে গঠিত বিশ্ব দাবা সংস্থা (FIDE) যে সমস্ত খেলােয়াড়দের স্বীকৃতি দেয় তাদেরকে আন্তর্জাতিক রেটেড খেলােয়াড় বলে। প্রত্যেক রেটেড খেলােয়াড়কে নির্দিষ্ট সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। এই সংখ্যাকে রেটিং বলে। ১৮০০ সংখ্যা থেকে রেটিং শুরু হয় এবং পরবর্তীতে দুইজন রেটেড খেলােয়াড়ের মধ্যকার খেলার ফলাফল অনুযায়ী রেটিং বাড়তে বা কমতে থাকে। ননরেটেড খেলােয়াড়ের সঙ্গে কোন রেটেড খেলােয়াড় জিতলে বা ড্র করলে বা হেরে গেলে উক্ত রেটেড খেলােয়াড়ের রেটিং এর কোনাে পরিবর্তন হয় না। কোনাে রেটেড খেলােয়াড়ের রেটিং কমতে কমতে ‘১৮০০ সংখ্যার কম হয়ে গেলে তিনি আবার নন-রেটেড খেলােয়াড়ে পরিণত হন। উল্লেখ্য, বর্তমান বিশ্বসেরা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ দাবাড়ু রাশিয়ান গ্যারি ক্যাম্পারভ এর রেটিং।
Reviews
There are no reviews yet.