এই প্রজন্মের সেরা ফুটবলার লিওনেল মেসি, ডিফেন্ডারদের বোকা বানানোর জাদুকরী ক্ষমতা, জটলার মধ্যেও ফাঁকা জায়গা বের করে নেয়ার সামর্থ্য আর গোল করার দক্ষতা- সবকিছু মিলিয়ে তিনি এক জাদুকর। রেকর্ড পাঁচটি ব্যালন ডি’অর জিতে নিজেকে তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবেই প্রতিষ্ঠা করেছেন। ‘মেসিঃ মোর দ্যান আ সুপারস্টার’ বইটিতে আধুনিক ফুটবলের এই সুপারস্টারের খুঁটিনাটিই তুলে এনেছেন লুকা কাইওলি। এই বইতে ২০১৫-১৬ মৌসুম পর্যন্ত সব পরিসংখ্যান যোগ করা হয়েছে। সতীর্থ থেকে শুরু করে কোচ, যারা মেসিকে সবচেয়ে ভালো চেনেন তাদের সবার মন্তব্য যোগ করা হয়েছে বইটিতে, এমনকি মেসির নিজের বক্তব্যও আছে। আধুনিক যুগের এক ফুটবল আইকনের জীবন কাহিনী নিয়েই এই বই, ‘মেসিঃ মোর দ্যান আ সুপারস্টার’।
Reviews
There are no reviews yet.