“আরো একটু খানি বিজ্ঞান” বইয়ের ভূমিকার লেখা:
আমার নিজেরই বিশ্বাস হয় না যে আমি ছয় বছর থেকে “কালি ও কলম” এর প্রতি সংখ্যায় বিজ্ঞানের উপর নিয়মিতভারে লিখে এসেছি। প্রথম তিন বছরের পর লেখাগুলাে সংকলিত করে প্রকাশিত হয়েছিল “একটুখানি বিজ্ঞান”। বইটির জন্যে ছেলে বুড়াে অনেকেরই একধরণের মমতা জন্মেছিল তাই পরের তিন বৎসরের লেখাগুলাে সংকলিত্ব করে ক্লাৱা একটুখানি বিজ্ঞান” প্রকাশ করার সাহস দেখাচ্ছি। এই জােখাগুলাে পড়ে একজন মানুষেরও যদি বিজ্ঞানের রহস্যময় জগত নিয়ে একটু কৌতুহল হয় আমি মনে করি আমার পরিশ্রমটুকু সার্থক হয়েছে।
আমার নিজেরই বিশ্বাস হয় না যে আমি ছয় বছর থেকে “কালি ও কলম” এর প্রতি সংখ্যায় বিজ্ঞানের উপর নিয়মিতভারে লিখে এসেছি। প্রথম তিন বছরের পর লেখাগুলাে সংকলিত করে প্রকাশিত হয়েছিল “একটুখানি বিজ্ঞান”। বইটির জন্যে ছেলে বুড়াে অনেকেরই একধরণের মমতা জন্মেছিল তাই পরের তিন বৎসরের লেখাগুলাে সংকলিত্ব করে ক্লাৱা একটুখানি বিজ্ঞান” প্রকাশ করার সাহস দেখাচ্ছি। এই জােখাগুলাে পড়ে একজন মানুষেরও যদি বিজ্ঞানের রহস্যময় জগত নিয়ে একটু কৌতুহল হয় আমি মনে করি আমার পরিশ্রমটুকু সার্থক হয়েছে।
Reviews
There are no reviews yet.