আশা এক সঞ্জীবনী সুধা। হতাশা যেখানে অমাবস্যার ঘোর অন্ধকারে তলিয়ে দিতে চায়, আশা সেখানে আলোর ফোয়ারা হয়ে যায়। পরতে পরতে এই আশা-নৈরাশ্যের দোলাচলে দোদুল্যমান জীবন। সময়ের স্রোতে জীবন বয়ে চলে। সময় ও জীবন পাল্লা দিয়ে রং বদলায়। মানবিক অনুভ‚তি, বোধ, সময়ের সালোকসংশ্লেষণে আবীর ছড়ায়। কখনো বেদনায় নীল, আশাবাদী সবুজ, শান্তির শুভ্র সফেদ… হাজারও রঙে রঙিন হয় জীবনের প্রতিটি ক্ষণ।
আর সেই প্রবাহ মানুষ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব, মহাবিশ্ব সবকিছুকেই প্রভাবিত করে। তাই তো মানুষের মানবিকতা, বিবেক, মনুষ্যত্ব, মহানুভবতা যেমনটা সময় সমাজ পৃথিবীকে আলোকিত করে, তেমনি মানুষের অমানবিকতা, দৈন্যতা, প্রতিহিংসা সময়, সমাজ ও পৃথিবীকে ছেয়ে ফেলে হতাশায়, অন্ধকারে।
সূর্যালোকহীন মেরুর আকাশে অরোরা যেমন আবীর ছড়ায়, নানান রঙের আবহ তৈরি করে, তেমনি কিছু কথা, কাব্যমালা কবিতার রঙে আশাবাদী করে সমাজ সংসার আর এই মহাবিশ্বকে। নৈরাশ্যের বিপরীতে আশার আলোর আবীর দিয়ে সাজানো কবিতার পসরা এই ‘অরোরা আবীর’। আপনাদের ভালোলাগা ও ভালোবাসায় সিক্ত হতে চায় কবি ও কবির কবিতা।
আর সেই প্রবাহ মানুষ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব, মহাবিশ্ব সবকিছুকেই প্রভাবিত করে। তাই তো মানুষের মানবিকতা, বিবেক, মনুষ্যত্ব, মহানুভবতা যেমনটা সময় সমাজ পৃথিবীকে আলোকিত করে, তেমনি মানুষের অমানবিকতা, দৈন্যতা, প্রতিহিংসা সময়, সমাজ ও পৃথিবীকে ছেয়ে ফেলে হতাশায়, অন্ধকারে।
সূর্যালোকহীন মেরুর আকাশে অরোরা যেমন আবীর ছড়ায়, নানান রঙের আবহ তৈরি করে, তেমনি কিছু কথা, কাব্যমালা কবিতার রঙে আশাবাদী করে সমাজ সংসার আর এই মহাবিশ্বকে। নৈরাশ্যের বিপরীতে আশার আলোর আবীর দিয়ে সাজানো কবিতার পসরা এই ‘অরোরা আবীর’। আপনাদের ভালোলাগা ও ভালোবাসায় সিক্ত হতে চায় কবি ও কবির কবিতা।
Reviews
There are no reviews yet.