ক্ষুধিত মন তৃষিত নয়নে
ছলছল ছায়া দেয়,
জল টুপ টুপ ভিজে ছুপছুপ
প্রকৃতির কাছে নেয় ।
উদাস হাওয়ায় আনমনে উড়ে
সারি সারি শুভ্র বক,
নির্লিপ্ত চোখের ঈষাণ কোণে
সরলতা চকচক ।
কাশফুলের কোমলতায়
হকচকিয়ে মন,
মৃদু মন্দ সমীরণ যেনো
এনে দেয় শুভক্ষণ ।
আকাশের বুকে পাহাড় ঘেঁষে
মন জুড়ে যায় সীমান্তে,
নীল সাগরের ঢেউয়ের গতি
উজাড় করা দিগন্তে ।
সবুজের বুক চিরে বটবৃক্ষ
শিরদাঁড়া উঁচিয়ে রয়,
ক্ষুধিত মন বায়ু শনশন
অর্ঘের মতো বয়।
নীলাভ পর্বত অষ্ঠেপৃষ্ঠে
জোনাকি হয়ে জ্বলে,
ক্ষুধিত মন অজান্তে ছুটে
খুঁজে ফিরে ঝলমলে ।
শাণিত বক্ষে স্মৃতি কথা গুলো
জমাট বাঁধা থাকে,
তপ্ত দুপুরে ক্লান্ত হাওয়ায়
মায়াবী পরশে রাখে ।
ক্ষুধিত মন আবেগে আবেশে
মায়াবী পরশ মাখা,
চন্দ্রাবতীর কাব্য ধারায়
ঘুরছে হাতপাখা।
Your review is awaiting approval
Vasodilators like nitroglycerin or nitroprusside improve hemodynamics in patients with advanced heart failure priligy tablets over the counter 2019 Nov 23; 7 12 609
Your review is awaiting approval
017kgv
Your review is awaiting approval
94iew8