বইটির ভূমিকা থেকে নেয়াঃ
হ্যামলেট বা দি ট্রাজেডি অফ হ্যামলেট, প্রিন্স অফ ডেনমার্ক হলাে ডেনমার্ক সম্রাজ্যের পটভূমিতে রচিত একটি শেক্সপীরিও ট্রাজেডি। এটি হলাে শেক্সপিয়ার রচিত সর্ববৃহৎ ট্রাজেডি নাটক। এটি ইংরেজি সাহিত্যে একটি অন্যতম প্রভাব বিস্তারকারী ও চিরাচরিত কাহিনী যা অন্যান্য লেখকেরা পরবর্তীতে তাদের নিজেদের লেখনীতে ধারণ করেছেন। শেক্সপিয়ারের জীবনে হ্যামলেট ছিল সবচেয়ে সফল ও জনপ্রিয় ট্রাজেডি নাটক। শেক্সপিয়ার এই নাটক টি তে অপর এক বিখ্যাত এলিযাবেথীয় নাট্যকার টমাস কিড এর বিখ্যাত নাটক “দ স্প্যানিশ ট্র্যাজেডিকে কমবেশি অনুসরন করেছেন। বলা বাহুল্য টমাস কিড সেই সময় এক নতুন ঘরানার নাটকের সূচনা করেছিলেন যাকে রিভেঞ্জ ট্র্যাজেডি বলা হয়। এই ধরনের নাটকের মূল বিষয়বস্তু হল প্রতিশােধ-যা আমরা হ্যামলেট এ দেখতে পাই।
শেক্সপিয়ার খুব সম্ভবত তার এই ট্রাজেডিটি লিখেছিলেন এমলেথ নামক এক উপকাথা থেকে অনুপ্রাণিত হয়ে। এছাড়াও তিনি এই ট্রাজেডিটি সাজিয়েছিলেন তৎকালীন কিংবদন্তি অভিনেতা রিচার্ড বার্বেজকে মূল চরিত্র হিসেবে কল্পনা করে। এই ট্রাজেডি রচিত হওয়ার পর গত চারশত বছর ধরে হ্যামলেট চরিত্রটি বিভিন্ন কিংবদন্তি অভিনেতাগণ স্বরূপ দিয়ে আসছেন।
শেক্সপিয়রের হ্যামলেট একটি জটিল মনস্তাত্ত্বিক নাটক। গ্লোব থিয়েটার সম্প্রতি ঢাকায় এ-নাটকের একটি প্রদর্শনী করে গেল। যাঁরা এই নাটকটির প্রদর্শনী দেখার সৌভাগ্য অর্জন করেছেন, তাঁরা নিশ্চয়ই উপলব্ধি করেছেন যে, নানামুখী হ্যামলেটীয় জটিলতা গেলাব থিয়েটারের কর্মীরা কত সহজে উপস্থাপন করার ক্ষমতা রাখেন।
শেক্সপিয়রের ৪৫০তম জন্মবার্ষিকী উদ্যাপনের অংশ হিসেবে গ্লোব থিয়েটার ২০৫টি দেশে হ্যামলেট নাটক নিয়ে পরিভ্রমণের অংশ হিসেবে গত ১৫ জুলাই….
Language | |
---|---|
Number of Pages | |
Author |
উইলিয়াম শেক্সপীয়ার, জান্নাতুল ফেরদাউস শিশির |
Publisher |
মেধা অন্বেষন প্রকাশ |
Reviews
There are no reviews yet.