ইতিহাস বিখ্যাত ইতালির ভেরােনা শহর।
এ শহরে দুই ধনকুবের বাস করতেন। উভয়েই সমান বিত্তশালী। প্রভাব প্রতিপত্তির দিক থেকেও কেউ কারাে চেয়ে কম নন। বহুদিনের জমে থাকা বিদ্বেষ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠলাে। সংঘর্ষে লীপ্ত হলেন তারা নতুন করে। এ দুই অস্থিরচিত্ত পরিবারে দুই প্রেমিক-প্রেমিকা জন্ম নিলাে। ভাগ্যের নির্মম পরিহাসে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে অবশেষে আত্মহননের পথ বেছে নিতে হলাে। দুটি প্রাণের বিনিময়ে অবসান ঘটলাে দুটি পরিবারের দীর্ঘদিনের শত্রুতার। ধূলায় লুটালাে তাদের পারিবারিক মিথ্যা গরিমা।
এ শহরে দুই ধনকুবের বাস করতেন। উভয়েই সমান বিত্তশালী। প্রভাব প্রতিপত্তির দিক থেকেও কেউ কারাে চেয়ে কম নন। বহুদিনের জমে থাকা বিদ্বেষ নতুন করে মাথাচাড়া দিয়ে উঠলাে। সংঘর্ষে লীপ্ত হলেন তারা নতুন করে। এ দুই অস্থিরচিত্ত পরিবারে দুই প্রেমিক-প্রেমিকা জন্ম নিলাে। ভাগ্যের নির্মম পরিহাসে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করে অবশেষে আত্মহননের পথ বেছে নিতে হলাে। দুটি প্রাণের বিনিময়ে অবসান ঘটলাে দুটি পরিবারের দীর্ঘদিনের শত্রুতার। ধূলায় লুটালাে তাদের পারিবারিক মিথ্যা গরিমা।
Reviews
There are no reviews yet.