ভূমিকা
গ্রিক নাট্যকার এসকিলাস-পণ্ডিতদের মতে পৃথিবীতে ট্র্যাজেডির প্রথম স্ট্রষ্টা-জন্মেছিলেন এথেন্সের কাছাকাছি একটা ছোট জনপদে, খ্রিস্টপূর্ব ৫২৫ অব্দে। গ্রিসের ধ্রুপদী ট্রাজিডি রচয়িতা-ত্রয়ের অন্যতম এসকিলাসের পিতা ইউফেরিয়ান ছিলেন এথন্সের প্রাচীন অভিজাতবর্গের সভ্য।তাঁর নাটকগুলোর ম্যাসিডোনীয় পাণ্ডুলিপি থেকে তাঁর যে ছোট্ট জীবনবৃত্তান্ত পাওয়া যায় তা থেকে জানা যায় যে তিনি প্রথমে ম্যারাথনে এবং সম্ভবত পরে সালামিসে পারস্যবাহিনীর সঙ্গে গ্রিকদের যে দুটি যুদ্ধ হয়েছিল তাতে গ্রিক পক্ষের হয়ে যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধ তাঁর চেতনানুভূতি জাগিয়ে তোলে ও মানব-ভাগ্যের গভীর ও দুঃখময় পরিণতির পরিপূর্ণ রূপটি তা৭র চোখের সামনে উদ্ঘটিত হয়ে যায়। মানবজীবনের উত্থান-পতনময় বেদনাধৃত অগ্রযাত্রাকে এক সুগভীর নাটকীয় সার্বিক দুঃখময় রূপটিকে নাট্যাঙ্গিকের এক অভাবিতপূর্ব বিকাশের ভেতর তিনি উন্মোচিত করার ব্যাপারে আজীবন ক্ষান্তিহীন ছিলেন। আর এভাবেই বিশ্বনাটকের ইতিহাসের ট্র্যাজেডির প্রথম স্রষ্টা হিসেবে তাঁর আসন স্থায়িভাবে চিহ্নিত হয়ে যেতে পেরেছিল।
গ্রিক নাট্যকার এসকিলাস-পণ্ডিতদের মতে পৃথিবীতে ট্র্যাজেডির প্রথম স্ট্রষ্টা-জন্মেছিলেন এথেন্সের কাছাকাছি একটা ছোট জনপদে, খ্রিস্টপূর্ব ৫২৫ অব্দে। গ্রিসের ধ্রুপদী ট্রাজিডি রচয়িতা-ত্রয়ের অন্যতম এসকিলাসের পিতা ইউফেরিয়ান ছিলেন এথন্সের প্রাচীন অভিজাতবর্গের সভ্য।তাঁর নাটকগুলোর ম্যাসিডোনীয় পাণ্ডুলিপি থেকে তাঁর যে ছোট্ট জীবনবৃত্তান্ত পাওয়া যায় তা থেকে জানা যায় যে তিনি প্রথমে ম্যারাথনে এবং সম্ভবত পরে সালামিসে পারস্যবাহিনীর সঙ্গে গ্রিকদের যে দুটি যুদ্ধ হয়েছিল তাতে গ্রিক পক্ষের হয়ে যুদ্ধ করেছিলেন। এই যুদ্ধ তাঁর চেতনানুভূতি জাগিয়ে তোলে ও মানব-ভাগ্যের গভীর ও দুঃখময় পরিণতির পরিপূর্ণ রূপটি তা৭র চোখের সামনে উদ্ঘটিত হয়ে যায়। মানবজীবনের উত্থান-পতনময় বেদনাধৃত অগ্রযাত্রাকে এক সুগভীর নাটকীয় সার্বিক দুঃখময় রূপটিকে নাট্যাঙ্গিকের এক অভাবিতপূর্ব বিকাশের ভেতর তিনি উন্মোচিত করার ব্যাপারে আজীবন ক্ষান্তিহীন ছিলেন। আর এভাবেই বিশ্বনাটকের ইতিহাসের ট্র্যাজেডির প্রথম স্রষ্টা হিসেবে তাঁর আসন স্থায়িভাবে চিহ্নিত হয়ে যেতে পেরেছিল।
Reviews
There are no reviews yet.