‘ভাঙা রেডিও আমার লেখা তৃতীয় বই এবং প্রথম উপন্যাস। উপন্যাসে দেখানাে হয়েছে, কীভাবে আবেগকে পিছনে ফেলে বাস্তবতাকে মেনে নিয়ে, অতীতকে ঝেরে ফেলে, বক্ষজুড়ে প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। জীবন কারাে জন্য থেমে থাকবার নয়। সকল বাধা-বিপত্তিকে পাশ কাটিয়ে সে সর্বদাই অগ্রসরমাণ। আবেগ দিয়ে সবকিছুর বিচার হয় না। আশা করছি উপন্যাসটি পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।