‘যদি ব্যর্থ হই তাহলে তো অনেক হতাশ লাগবে। আর তাই সেই অনুভূতির মুখোমুখি হতে চাই না।’ কিন্তু আপনি যদি একটু হতাশ হওয়ার ভয়ে নতুন কিছু না-ই করেন, তাহলে তো সামনে এগোতে পারবেন না। আমরা ঠিকই চেষ্টা করবো ভালো অনুভূতিগুলো বেশি বেশি পেতে, কিন্তু তাই বলে কোনো খারাপ অনুভূতি বা হতাশা আসবে না, এরকম ভাবাটা অযৌক্তিক, হাস্যকর।
কারো জীবন কী অল্প কিছু ‘ভাল্লাগে না’র কারণে থেমে যায়? ভালো লাগবে না-ই বা কেন? আমরা কী কখনো তাকিয়ে দেখেছি এই ভাল্লাগে না’র পেছনে আমাদের কী দায়বদ্ধতা, আমাদের করণীয় কী, কী চাইতে বা অর্জন করতে গিয়ে আমাদের এই অনুভূতির মুখোমুখি হতে হচ্ছে? যতদিন আমরা এই প্রশ্নগুলোর উত্তর বের করতে পারবোনা, ততদিন ভাল্লাগে না অনুভূতি আমাদের পিছু ছাড়বে না।
Reviews
There are no reviews yet.