“তিন গোয়েন্দা ভলিউম-১/১ (কঙ্কাল দ্বীপ ও রূপালী মাকড়সা)” বইটির প্রথম দিকের কথাঃ
রকি বীচ, লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া। সাইকেলটা স্ট্যাণ্ডে তুলে রেখে ঘরে এসে ঢুকল রবিন মিলফোর্ড। গোলগাল চেহারা। বাদামী চুল। বেঁটেখাট এক আমেরিকান কিশোর। ‘রবিন, এলি?’ শব্দ শুনে রান্নাঘর থেকে ডাকলেন মিসেস মিলফোর্ড।
1. হ্যা, মা, সাড়া দিল রবিন। উঁকি দিল
র রানাঘরের দরজায়। কিছু বলবে?’ • চেহারায় অনেক মিল মা আর ছেলের। চুলের রঙও এক। কেক বানাচ্ছেন মিসেস মিলফোর্ড। চাকরি কেমন লাগছে?’ ভালই,’ বলল রবিন। কাজকর্ম তেমন নেই। বই ফেরত দিয়ে যায় গাঠকরা। নাম্বার দেখে জায়গামত ওগুলো তুলে রাখা, ব্যস। পড়াশোনার প্রচুর সুযোগ আছে।’
‘কিশোর ফোন করেছিল, একটা কাঠের বোর্ডে কেক সাজিয়ে রাখতে রাখতে বললেন মা।
‘কি, কি বলেছে?’ ‘একটা মেসেজ দিতে বলেছে তোকে।’ ‘মেসেজ! কি মেসেজ?” “বুঝলাম না। আমার অ্যানের পকেটে আছে।’ দাও,’ হাত বাড়াল রবিন।
‘একটু দাঁড়া। হাতের কাজটা সেরেই দিচ্ছি,’ বড় দেখে একটা কেক তুলে নিলেন মা। ছেলের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ‘নে, খেয়ে নে এটা। নিশ্চয় খিদে
পেয়েছে।
কেকটা নিয়েই কামড় বসাল রবিন। হারে, রবিন, রোলস রয়েস তো পেলি…’
“শুনেছ তাহলে। আমি না, কিশোর পেয়েছে, কেক চিবুতে চিবুতে বলল রবিন। চেষ্টা করেছিলাম, হয়নি। একশো আশিটা বেশি বলে ফেলেছিলাম, মুসা দু’শো দশটা কম।’
‘ওই হল! কিশোরের পাওয়া মানেই তোদেরও পাওয়া।•••
Language | |
---|---|
Number of Pages | |
Author |
রকিব হাসান |
Publisher |
সেবা প্রকাশনী |
Reviews
There are no reviews yet.