আমি দিন রাত কষ্ট করে নিজের ও পরিবারের জন্য যে উপার্জন করছি তা অবশ্যই হালাল হওয়া বাঞ্ছনীয়। একবার চিন্তা করে দেখুন, যে মানুষগুলোর জন্য হালাল হারাম বাছ-বিচার না করে দুহাতে টাকা ইনকাম করছেন সেই মানুষগুলোই যখন হাশরের মাঠে বলবে “তোমার হারাম উপার্জনের সাথে আমরা নেই, এর দায় আমরা নেবো না!” তখন কেমন লাগবে আপনার?
কতটা অসহায় মনে হবে নিজেকে?
“ফ্রিল্যান্সিং : হালাল ইনকাম এর খোঁজে” বইটিতে চেষ্টা করা হয়েছে নতুন যারা ফ্রিল্যান্সার হতে চাচ্ছেন এবং যারা বর্তমানে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন তাদের সবার জন্যেই সঠিক গাইডলাইন দেওয়ার। ফ্রিল্যান্সিং নিয়ে অনেক বই লেখা হলেও হালালভাবে ফ্রিল্যান্সিং করার বিষয়ে গাইডলাইন নিয়ে এটিই প্রথম বই বাংলাদেশে।
.
সংক্ষিপ্ত লেখক পরিচিতি :
পেশায় একজন আউটসোর্সিং উদ্যোক্তা। শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। তিনি ২০১২ সালে টেক্সটাইলের চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার হিসেবে আপওয়ার্কে কাজ শুরু করেন। ২০১৫ এবং ২০২০ সালে বেসিস আউটসোর্সিং এ্যাওয়ার্ড পান জামালপুর জেলা থেকে। তিনি বর্তমানে আমেরিকা ও কানাডায় দুটো কোম্পানিতে কাজ করছেন। পাশাপাশি নিজস্ব উদ্যোগে একটি ওয়েব ডেভেলপমেন্ট টিম পরিচালনা করছেন।২০১৩ সালে ফ্রিল্যান্সিং এ আগ্রহীদের সঠিক গাইডলাইন ও বিনামূল্যে টিউটোরিয়াল প্রদানের জন্য গড়ে তুলেন “ফ্রিল্যান্সিং কেয়ার” নামে একটি নন প্রফিট কার্যক্রম। তিনি Freelancing Care ইউটিউব চ্যানেলের মাধ্যমে ৮ বছরেরও বেশি সময় ধরে তার এই নন প্রফিট কার্যক্রম পরিচালনা করছেন।
Reviews
There are no reviews yet.