মানুষ গরীব হয় তার মানসিকতার কারণে, দৃষ্টিভঙ্গির কারণে। মানসিকতা প্রতিনিয়তই মানুষকে আটকে রাখে নতুন কিছু করা থেকে। একটি গন্ডির মধ্যে আবদ্ধ থেকে অনেকেই নতুন কিছু চিন্তা করতে পারে না। ফলে তাদের দ্বারা ধনী হওয়া সম্ভব হয় না। কেউ যদি ধনী হতে চায় তাহলে অবশ্যই তাকে নিজের দৃষ্টিভঙ্গি ও মানসিকতা বদলাতে হবে, শেখার মানসিকতা তৈরি করে নিতে হবে। আমরা অনেকেই নিজের জীবন চালিয়ে দেই সম্পদ ও দায়ের পার্থক্য বুঝতে না পেরে। ফলশ্রুতিতে শেষ সময়ে আমাদের নিজের বলে কিছু থাকে না, আমরা ধনী হতে পারি না। তাই বইটিতে রবার্ট কিয়োসাকি দায় ও সম্পদের পার্থক্য সবার কাছে স্পষ্ট তুলে ধরেছেন। সবার কাছে শেয়ার করেছেন নিজের জীবনের যত অভিজ্ঞতা যা তিনি তার ধনী পিতার কাছ থেকে পেয়েছিলেন। ধনী পিতা ও দরিদ্র পিতার আড়ালে তিনি বলে গেছেন সমাজে সূক্ষ্মভাবে লুকায়িত বাস্তবতার কথা, যা আপনারা বইটি পড়লে জানতে পারবেন। নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন ও মানসিকতা পরিবর্তন করার জন্য বইটি সবার জন্যই অবশ্যপাঠ্য।