‘দ্য ওয়ে টু ওয়েলথ’ সর্বপ্রথম প্রকাশিত হয় ১৭৫৮ সালে। এটি মূলত বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের রচিত ‘পুওর রিচার্ডস আলমানেক’ বইয়ের ভূমিকা হিসেবে প্রথমে প্রকাশিত হয়। ফ্রাঙ্কলিন এই বইয়ে সফলতা বিষয়ে তাঁর সব ধরনের পর্যবেক্ষণ শেয়ার করেছেন। মানুষকে জানিয়েছেন নিজ জীবনে কিংবা ব্যবসায় সফল হবার উপায়। এখানে ফ্রাঙ্কলিন ফাদার আব্রাহাম নামক একটি চরিত্র দাঁড় করিয়েছেন, যে পণ্যের একটি নিলাম শুরু হবার আগে জনতার সামনে নানা কথাবার্তা বলছে। বইটিতে দুর্দান্ত সব মূল্যবান কথা লিখেছেন বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। সবার জন্যই এটি বেশ মূল্যবান। এখন পর্যন্ত প্রায় চারশো বার এই বইটির মুদ্রণ ও পুনর্মুদ্রণ হয়েছে। বইটি বিশ্বের প্রায় সব ভাষায় অনূদিত হয়েছে। ব্যাপারটি সত্যিই ভালো লাগার। আমরাও আনন্দিত এই মূল্যবান লেখাটি আপনাদের সামনে ফের তুলে ধরতে সক্ষম হলাম বলে।