Qur’an is not a book of Science, but a book of ‘Signs’। কোরআনে নানা ভাবে আমাদের চারপাশের বৈজ্ঞানিক তথ্যগুলো যেভাবে উপস্থাপনা করা হয়েছে তা গভীরভাবে বিশ্লেষণ করলে যে কেউ মানতে বাধ্য হবেন যে, কোরআন আসলে মহান আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য প্রেরিত এক মহাগ্রন্থ। বিশেষ করে ভ্রূণত্তত্ব, মেডিকেল সাইন্স, ছোট ছোট সূরাগুলোর গাণিতিক বিন্যাস, আয়াতের মধ্যে লুকিয়ে থাকা কোড ইত্যাদি কোরআনের বিস্ময়কর মুজিজারই প্রকাশ। মহান আল্লাহ নিজেই বলেন- “এ কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ। এতে কোনো সন্দেহ নাই।” (সাজদাহ, ৩২ঃ ০২)

Qur’an is not a book of Science, but a book of ‘Signs’।
কোরআনে নানা ভাবে আমাদের চারপাশের বৈজ্ঞানিক তথ্যগুলো যেভাবে উপস্থাপনা করা হয়েছে তা গভীরভাবে বিশ্লেষণ করলে যে কেউ মানতে বাধ্য হবেন যে, কোরআন আসলে মহান আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য প্রেরিত এক মহাগ্রন্থ। বিশেষ করে ভ্রূণত্তত্ব, মেডিকেল সাইন্স, ছোট ছোট সূরাগুলোর গাণিতিক বিন্যাস, আয়াতের মধ্যে লুকিয়ে থাকা কোড ইত্যাদি কোরআনের বিস্ময়কর মুজিজারই প্রকাশ। মহান আল্লাহ নিজেই বলেন- “এ কিতাব সৃষ্টিকুলের রবের পক্ষ থেকে অবতীর্ণ। এতে কোনো সন্দেহ নাই।” (সাজদাহ, ৩২ঃ ০২)