“ওয়াসওয়াসা : শয়তানের কুমন্ত্রণা” মানবসৃষ্টির সূচনালগ্ন হতেই শয়তান মানবজাতিকে পথভ্রষ্ট করতে প্রতিজ্ঞাবদ্ধ। চতুর্দিক থেকেই আল্লাহ তা’আলার দ্বীন থেকে বিচ্যুতি ঘটবার জন্য সে মানব মনে কুমন্ত্রণা দেয়। সে মানুষকে বুঝায় রাসূল ﷺ–এর সুন্নাহ’কে ছেড়ে দিতে, সুন্নাহ্র বাইরে অতিরিক্ত আমল করতে। ফলে সেই কুমন্ত্রণা গ্রহণ করে কিছু মানুষ লিপ্ত হয় ইবাদতের নামে নিজস্ব মনগড়া আমলে। পরিশেষে সুন্নাহ’র গন্ডি থেকে বের হয়ে বিদ’’আত নামক পথভ্রষ্টতায় লিপ্ত হয় কিছু মানুষ; যদিও তারা মনে করে যে- তারা সুন্নাহ অনুসরণকারী! শয়তানের কুমন্ত্রণা গ্রহণ করতে করতে তারা একসময় নিজের আমলের ব্যাপারে সন্দেহে লিপ্ত হয়। তারা তখন পবিত্রতার ব্যাপারে সন্দিহান হয়ে পরে, ওজুতে অতিরিক্ত পানি ব্যাবহার করে, সালাতের নিয়ত নিয়ে সংশয়ে ভোগে। রাসূল যা করার অনুমতি দিয়েছেন, অতিরিক্ত সতর্কতাবশত সেগুলোকেও নিজের জন্য উপেক্ষা করে। অথচ প্রকৃত সফলতা তো রাসূল ﷺ–এর সুন্নাহ অনুযায়ী আমলের মধ্যে। সাহাবাগণ ও পূর্ববর্তী নেককার বান্দারা যেকোনো আমলে সুন্নাহসম্মত পদ্ধতি অনুসরণ করতেন। কোনো আমলের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের নামে বাড়তি কিছু যোগ করতেন না। সুন্নাহ’র প্রতি এই সীমাহীন ভালোবাসাই তাদের সফলতার মুক্তা। চলুন না কিছু মুক্তা কুঁড়িয়ে আসি।

Reviews

There are no reviews yet.

Be the first to review “ওয়াসওয়াসা : শয়তানের কুমন্ত্রণা”

Your email address will not be published. Required fields are marked *