সসমসাময়িক বাংলা কবিতায় আলাদিনের গ্রামে কাব্যগ্রন্থটি ঐতিহ্যের সঙ্গে সমকালের নান্দনিক মেলবন্ধন। এই চতুর্দশপদী কবিতাগুচ্ছের খণ্ড খণ্ড কবিতায় স্বতন্ত্র সুর ও স্বরে ধরা দিয়েছে ভাষা ও চিন্তার এক অখণ্ড লীলাভূমি, যা আয়নায় আমাদের নিজের মুখটি দেখতে বাধ্য করে। আর আমরা দেখি যে যাপিত জীবনের তাবৎ কলহাস্য–আয়োজন শেষেও মানুষের চিরসুখী মুখে বেদনার প্রগাঢ় ছায়া। বিষাদের সেই রক্তিম ব্যঞ্জনাই আলাদিন ও তার গ্রামে একাকার। আরব্য রজনীর বিচিত্র মিথের সঙ্গে বঙ্গীয় বাস্তবতার সঙ্গমে এখানে চিত্রিত হয়েছে সময়ের দহন, রাজনীতি এবং আমাদের প্রত্যয়ী–পলায়নপর জীবনের মগ্নমাতাল চলচ্ছবি।
Reviews
There are no reviews yet.