সহজ কুরআন (৩য় খণ্ড)

কুরআনের ২৭, ২৮ ও ২৯তম পারার সবগুলো সুরার ব্যাখ্যা

৳ 416

“সহজ কুরআন (৩য় খণ্ড)”বইটির প্রথম ফ্লাপের কিছু কথা:
প্রথম দুই ভলিউমের তুলনায় তৃতীয় ভলিউমে সূরাগুলােয় ব্যাখ্যার পরিমাণ কমিয়ে আনা হয়েছে। শেষ পারার অধিক পঠিত ছােট সুরাগুলােয় যতটা ব্যাখ্যার অবকাশ ও প্রয়ােজন ছিল ততটা পরবর্তী সময়ে আর নেই বলে মনে করছি। চেষ্টা করা হয়েছে অধিক ব্যাখ্যায় না গিয়ে অতটুকু কথা বলা যা পাঠককে চিন্তার ব্যাপারে সাহায্য করবে। কুরআন নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। অতি ব্যাখ্যায় হারিয়ে গেলে সেটা সম্ভবপর নয়।
এই ভলিউম তৈরি করতে বেশ কিছু তাফসির গ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে। তার মাঝে সবচেয়ে উল্লেখযােগ্য হলাে ড, সুলায়মান আল-আশকারের যুবদাহ আত-তাফসীর, ইমাম মুহাম্মদ মুতাওয়াল্লি আশ-শারাউইর “তাফসির আশ-শারাউই’, ইমাম তাহির বিন আশুরের ‘আত-তাহরির ওয়াত-তানউইর, ইমাম ইবন আতিয়্যার ‘আল-মুহারির আল-ওয়াজিয’ ইত্যাদি।
ভূমিকা:
‘সহজ কুরআনের ভূমিকায় যা বলা দরকার তা আগের দুটি খণ্ডে মােটামুটি বলা হয়ে গেছে। তৃতীয় খণ্ডে ২৭, ২৮ ও ২৯তম পারার মােট ২৭টি সূরা অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে ২৭তম পারার প্রথম সূরা ‘যারিয়াতের প্রথম ৩০টি আয়াত ২৬তম পারায় পড়লেও সংগত কারণেই সে আয়াতগুলােও এ বইয়ে রাখা হয়েছে। এ সূরাগুলাের অধিকাংশই মক্কায় আল্লাহর নবীর (সা.) নবুওয়াত প্রাপ্তির খুব কাছাকাছি সময়ে অবতীর্ণ। তাই ঘুরেফিরে এ সূরাগুলােয় আল্লাহর নিজের পরিচয়, বিচার দিবসের অবশ্যম্ভাবিতা, জান্নাত-জাহান্নামের সচিত্র বর্ণনা, ভালাে ও মন্দ মানুষদের মৌলিক পার্থক্য ইত্যাদি বিষয়ই বেশি আলােচিত হয়েছে। আমাদের প্ল্যানও সেটাই। কুরআনের লিখিত কপির শেষে থাকা ছােট সংক্ষিপ্ত সূরাগুলাে আমরা আগে ব্যাখ্যা করেছি এ তিনটি ভলিউমে, যাতে করে মানুষ কুরআনের প্রাথমিক আলােচনাগুলাে ভালাে করে অনুধাবন করতে পারে।
প্রথম দুই ভলিউমের তুলনায় তৃতীয় ভলিউমে সূরাগুলােয় ব্যাখ্যার পরিমাণ কমিয়ে আনা হয়েছে। শেষ পারার অধিক পঠিত ছােট সূরাগুলােয় যতটা ব্যাখ্যার অবকাশ ও প্রয়ােজন ছিল ততটা পরবর্তী সময়ে আর নেই বলে মনে করছি। চেষ্টা করা হয়েছে অধিক ব্যাখ্যায় না গিয়ে অতটুকু কথা বলা যা পাঠককে চিন্তার ব্যাপারে সাহায্য করবে। কুরআন নিয়ে চিন্তা করাটা বেশি গুরুত্বপূর্ণ। অতি ব্যাখ্যায় হারিয়ে গেলে সেটা সম্ভবপর নয়।
এই ভলিউম তৈরি করতে বেশ কিছু তাফসির গ্রন্থের সাহায্য নেওয়া হয়েছে। তার মাঝে সবচেয়ে উল্লেখযােগ্য হলাে ড. সুলায়মান আলআশকারের ‘যুবদাহ আত-তাফসীর, ইমাম মুহাম্মদ মুতাওয়াল্লি আশ শা’রাউইর তাফসির আশ-শা’রাউই, ইমাম তাহির বিন আশুরের “আত-তাহরির ওয়াত-তানউইর’, ইমাম ইবন আতিয়্যার ‘আল-মুহারির আল-ওয়াজিয’ ইত্যাদি।
সহজ কুরআনের প্রথম তিনটি ভলিউমে আমরা কুরআনের শেষ ৪টি পারার (২৭-৩০) সবগুলাে সূরার আলােচনা শেষ করেছি। চতুর্থ ভলিউমে আমরা চলে যাব কুরআনের একেবারে প্রথমে সুরা বাকারায় এবং তারপর ক্রমান্বয়ে পরবর্তী ভলিউমগুলােতে সেখান থেকে ধীরে ধীরে ২৬তম পারায় এসে শেষ করব ইনশা আল্লাহ (সূরা ফাতিহাকে প্রথম খণ্ডেই রাখা হয়েছে)। এ পদ্ধতি নিয়ে দ্বিতীয় ভলিউমের ভূমিকায় আরও কথা বলেছি।
বইটির সার্বিক পৃষ্ঠপােষকতার জন্য জিশান জাকারিয়া শাহ ও আদর্শকে ধন্যবাদ দিতে হবে। বইটির পাণ্ডুলিপির কিছু অংশে সাহায্য করার জন্য আরও ধন্যবাদ দেব খাদিজা আফরীন আপুকে।
আল্লাহ এ বইয়ের সবার সাথে সংশ্লিষ্ট সবাইকে দুনিয়া ও আখিরাতের জীবনে উত্তম প্রতিদান দিন এই কামনাই রইল।

Reviews

There are no reviews yet.

Be the first to review “সহজ কুরআন (৩য় খণ্ড)”

Your email address will not be published. Required fields are marked *