সমস্ত প্রশংসা মহান আল্লাহর যিনি মানুষের অন্তরের কথা জানেন একই সাথে জ্ঞান রাখেন মানুষের অতীত বর্তমান ও ভবিষ্যতের। একই সাথে প্রশংসা শান্তি ও দুরুদ বর্ষিত হোক শেষ নবী মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর যার সারা জীবনের সাধনা ছিল মানুষের জীবনের আত্মিক ও বাহ্যিক মুক্তি এবং দুনিয়া ও আখেরাতের সফলতা। ইসলামিক পথ্য বইটির মূল লক্ষ্য হলো মানুষের দৈহিক ও আত্মিক সুস্থতাকে নিশ্চিত করবে। সুস্থতার এই প্রতিটি পদ্ধতি মহান আল্লাহর নির্দেশ ও রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর জীবন চর্চা দিয়ে প্রামানিত। এই গ্রন্থটি একই সাথে মানুষকে পবিত্র কোরআনের অলৌকিকতা ও মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সুস্থ জীবন চর্চার বৈজ্ঞানিক দিকগুলোকেও অত্যন্ত যৌক্তিকভাবে ব্যাখা করেছে।
বিজ্ঞানের যে তত্ত্বগুলো আধুনিক সময়ে এসে মানুষের ধ্যানধারণাও গবেষনায় বের হয়েছে সেই একই তত্ত্ব্গুলো মহান নবী মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর দীর্ঘ ৩৮ বছরের ধ্যান ও গবেষণায় মহান আল্লাহর নির্দেশে পনেরশ বছর আগেই পবিত্র কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে। এই গ্রন্থটি চিন্তাশীল লোকদের চিন্তাকে আরো শক্তিশালী করবে একই সাথে জীবন চর্চার একটি সুস্থ ও স্বাভাবিক পথ খুব সহজেই বর্ণনা করবে। সবশেষে মহান আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে এমন একটি বই নিয়ে কাজ করার তৌফিক দিয়েছেন। একই সাথে কৃতজ্ঞতা পোষণ করছি যারা এই বইটি নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন এবং এই বইটির আলোর মুখ দেখার ক্ষেত্রে এর তত্ত্বাবধানের সমস্ত দায়ভার অত্যন্ত ধৈর্যের সাথে হাসিমুখে গ্রহণ করেছেন।
‘‘মোহাম্মদ রফিকুল ইসলাম’’
বিজ্ঞানের যে তত্ত্বগুলো আধুনিক সময়ে এসে মানুষের ধ্যানধারণাও গবেষনায় বের হয়েছে সেই একই তত্ত্ব্গুলো মহান নবী মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর দীর্ঘ ৩৮ বছরের ধ্যান ও গবেষণায় মহান আল্লাহর নির্দেশে পনেরশ বছর আগেই পবিত্র কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে। এই গ্রন্থটি চিন্তাশীল লোকদের চিন্তাকে আরো শক্তিশালী করবে একই সাথে জীবন চর্চার একটি সুস্থ ও স্বাভাবিক পথ খুব সহজেই বর্ণনা করবে। সবশেষে মহান আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে এমন একটি বই নিয়ে কাজ করার তৌফিক দিয়েছেন। একই সাথে কৃতজ্ঞতা পোষণ করছি যারা এই বইটি নিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছেন এবং এই বইটির আলোর মুখ দেখার ক্ষেত্রে এর তত্ত্বাবধানের সমস্ত দায়ভার অত্যন্ত ধৈর্যের সাথে হাসিমুখে গ্রহণ করেছেন।
‘‘মোহাম্মদ রফিকুল ইসলাম’’
Reviews
There are no reviews yet.