কবি হাবীবুল্লাহ সিরাজীর কবিতাজুড়ে চলে দ্বিরুক্তিবদাভাস, শ্লেষ ও কূটাভাসের খেলা। পরিচিত পরিমণ্ডলের বাইরে থেকেও তিনি নিজস্ব অভিজ্ঞতা থেকে আহরণ করেন উপমা, উৎপ্রেক্ষা ও রূপক— মিথ ও মেটাফর। পৃথিবীটা একটা ভেল্কিবাজি, তিন তাসের খেলা। শেষমেশ ‘স্বপ্নহীনতার পক্ষে’ কবিকে দাঁড়াতে হয়। হাবীবুল্লাহ সিরাজী স্বপ্নহীনতার জগতে স্বপ্নহীন স্বপ্নের কবি। এই সংকলনের জন্য হাবীবুল্লাহ সিরাজীর প্রতিটি কাব্যগ্রন্থ থেকেই কবিতা নেয়া হয়েছে। সংকলনটিকে প্রতিনিধিত্বশীল করতে যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। গ্রন্থগুলোর প্রকাশকাল ও ধারাক্রমের দ্বারা পাঠক সহজেই কবির বিকাশের পর্যায়টি অনুভব করতে পারবেন।
Reviews
There are no reviews yet.