”হাতেকলমে ‘বাংলা’ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং” বইটির সম্পর্কে কিছু কথাঃ
আমি একজন অলস মানুষ। সেটার সার্টিফিকেট পাবেন স্বাতীর কাছ থেকে। দিনের বড় একটা সময় নষ্ট করি, কীভাবে পৃথিবীর অন্য মানুষদেরও অলস বানানাে যায়। সত্যি বলছি! যেমন, (উদাহরণ হিসেবে বলছি) আমাদের কেন একটা কাজে এই অফিস ওই অফিস ছােটাছুটি করতে হবে? কেন বাসায় বসে সরকারি/বেসরকারি সার্ভিস পেতে পারি না? বাসায় বসে অ্যাপে জিনিসপত্র অর্ডার, টাকা | পাঠানাে, স্কুলের বেতন দেওয়া যায়, তাহলে অন্য কাজগুলাে হচ্ছে।
কেন?
আমার ধারণা, মানুষের কাজ আরও অনেক বড়। কোথায় আমরা ছুটব গ্রহ থেকে গ্রহান্তরে, সাগর থেকে সাগরের অতলান্তে, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে, বিশেষ করে, নিজেদের খুঁজতে সেখানে আমরা এখনাে পড়ে আছি সেই একঘেয়ে একই কাজ করতে প্রতিদিন। আমাকে এমন একটা রিপিটেটিভ’ কাজের নাম বলুন, যেটাকে পাঠানাে যায়।
সেই সম্পর্কেই বিস্তারিত বলা হয়েছে বইতে। আশা করি বইটি পাঠকের নির্ধারিত জ্ঞান আহরণে সহায়ক হবে।
আমি একজন অলস মানুষ। সেটার সার্টিফিকেট পাবেন স্বাতীর কাছ থেকে। দিনের বড় একটা সময় নষ্ট করি, কীভাবে পৃথিবীর অন্য মানুষদেরও অলস বানানাে যায়। সত্যি বলছি! যেমন, (উদাহরণ হিসেবে বলছি) আমাদের কেন একটা কাজে এই অফিস ওই অফিস ছােটাছুটি করতে হবে? কেন বাসায় বসে সরকারি/বেসরকারি সার্ভিস পেতে পারি না? বাসায় বসে অ্যাপে জিনিসপত্র অর্ডার, টাকা | পাঠানাে, স্কুলের বেতন দেওয়া যায়, তাহলে অন্য কাজগুলাে হচ্ছে।
কেন?
আমার ধারণা, মানুষের কাজ আরও অনেক বড়। কোথায় আমরা ছুটব গ্রহ থেকে গ্রহান্তরে, সাগর থেকে সাগরের অতলান্তে, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে, বিশেষ করে, নিজেদের খুঁজতে সেখানে আমরা এখনাে পড়ে আছি সেই একঘেয়ে একই কাজ করতে প্রতিদিন। আমাকে এমন একটা রিপিটেটিভ’ কাজের নাম বলুন, যেটাকে পাঠানাে যায়।
সেই সম্পর্কেই বিস্তারিত বলা হয়েছে বইতে। আশা করি বইটি পাঠকের নির্ধারিত জ্ঞান আহরণে সহায়ক হবে।
Reviews
There are no reviews yet.