ক্ষুধিত মন তৃষিত নয়নে
ছলছল ছায়া দেয়,
জল টুপ টুপ ভিজে ছুপছুপ
প্রকৃতির কাছে নেয় ।
উদাস হাওয়ায় আনমনে উড়ে
সারি সারি শুভ্র বক,
নির্লিপ্ত চোখের ঈষাণ কোণে
সরলতা চকচক ।
কাশফুলের কোমলতায়
হকচকিয়ে মন,
মৃদু মন্দ সমীরণ যেনো
এনে দেয় শুভক্ষণ ।
আকাশের বুকে পাহাড় ঘেঁষে
মন জুড়ে যায় সীমান্তে,
নীল সাগরের ঢেউয়ের গতি
উজাড় করা দিগন্তে ।
সবুজের বুক চিরে বটবৃক্ষ
শিরদাঁড়া উঁচিয়ে রয়,
ক্ষুধিত মন বায়ু শনশন
অর্ঘের মতো বয়।
নীলাভ পর্বত অষ্ঠেপৃষ্ঠে
জোনাকি হয়ে জ্বলে,
ক্ষুধিত মন অজান্তে ছুটে
খুঁজে ফিরে ঝলমলে ।
শাণিত বক্ষে স্মৃতি কথা গুলো
জমাট বাঁধা থাকে,
তপ্ত দুপুরে ক্লান্ত হাওয়ায়
মায়াবী পরশে রাখে ।
ক্ষুধিত মন আবেগে আবেশে
মায়াবী পরশ মাখা,
চন্দ্রাবতীর কাব্য ধারায়
ঘুরছে হাতপাখা।
Your review is awaiting approval
017kgv
Your review is awaiting approval
94iew8