তুমি যদি সত্যিই বুঝতে – তোমার জন্য আমারও টেনশন হয় তাহলে এযাবৎ পর্যন্ত যতগুলো ভালোবাসা অপচয় করেছো! এতদিনে সবগুলো ভালোবাসার নিশ্চয়ই একটা পরিচয় হয়ে যেত কিংবা আমারো একটা পরিচয় হতো। খামোখা অভিমানে নিজেকে যতটাই ভেঙেচুরে দূরে সরিয়ে দিচ্ছি ঠিক ততোটাই চূর্ণবিচূর্ণ অভিযোগ তোমার আশপাশটা দখল করে আছে আরো বেশি শক্তিশালী হয়ে আরো বেশি অপেক্ষা নিয়ে।
Reviews
There are no reviews yet.