পৃথিবীতে এত ভালাে ভালাে কবি লেখক আছে। যাদের বই পড়ে এক জীবনে শেষ করা করা যাবে না। যারা ভালাে লেখে, ভালাে মানসিকতা লালন করে তাদের প্রত্যেকটি লেখাই অসাধারণ এবং অশেষ মূল্যবান সমগ্র পৃথিবীর কথা বাদ দিলাম। বাংলা সাহিত্যের অসাধারণ সবকিছু লেখাইতাে পড়ে শেষ হবার মতাে আয়ু আমাদের নেই এতসব অসাধারণ লেখক কবিদের মধ্যে আমি অতি নগন্য একজন। মানুষ কি আসলেই আমার বই কিনবে, আসলেই আমার লেখাগুলাে পড়ে। মূল্যবান সময় নষ্ট করবে সেটা আমি চিন্তা করিনি। আমি লিখতে চেয়েছি আমার প্রেম নিয়ে আমার সমাজ নিয়ে, সমাজ সংস্কার নিয়ে, নারী-পুরুষের সমতা নিয়ে, যুক্তি নিয়ে মুক্তিযুদ্ধ নিয়ে দেশ নিয়ে বিদেশ নিয়ে আরও অনেক কিছু লিখতে চেয়েও লিখার সাহস পাইনি।
Reviews
There are no reviews yet.