গল্প সংকলন হিসেবে এটি আমার প্রথম প্রকাশনা। দশটি ছোটগল্প জড়ো করে গল্পগুলো সমসাময়িক জীবন বাস্তবতার নিরিখে সম্পূর্ণ কাল্পনিক চরিত্রে নির্মাণ করতে চেয়েছি।
জগৎ-সংসারে যা যেমন ঘটে, শুধু সেখানেই চোখ রেখে সম্ভাবনার নানা দিক বিচারে এনে ওই সীমাতেই নিজের কথা ফুটিয়ে তোলায় প্রাধান্য দিয়েছি।
স্বপ্নের জাল বুনে তাকে আদর্শায়িত করে জীবনচর্চার অর্থ খুঁজিনি। মানবভাগ্যের রূপরেখাকে দেখেছি সামগ্রিকভাবে তারই কর্মফলের বৃত্তে। প্রতিটি গল্পেই বলতে চেয়েছি দ্বা›িদ্বক প্রেক্ষাপট যদি তৈরি হয় বস্তুজীবনে, তবে তা সমাধানের এবং নতুন পর্যায়ে উত্তরণের চাবিকাঠিও খুঁজতে হয় ওই বস্তুজীবনে। আমি জানি জীবসত্তার তাড়নায় মানুষই খোঁজে তার মৌলিক বিশেষত্ব।
গল্পগুলো পাঠকের বিচারে কোথায় দাঁড়াবে জানি না তবে যাপিত জীবনের বিচিত্র উপাখ্যান নিজের অভিজ্ঞতা ও অন্তর্নিহিত ভাবের সমন্বয়ে তুলে আনতে চেষ্টা করেছি। বিচারের ভার পাঠকের হাতেই।
রুকসানা হক
জগৎ-সংসারে যা যেমন ঘটে, শুধু সেখানেই চোখ রেখে সম্ভাবনার নানা দিক বিচারে এনে ওই সীমাতেই নিজের কথা ফুটিয়ে তোলায় প্রাধান্য দিয়েছি।
স্বপ্নের জাল বুনে তাকে আদর্শায়িত করে জীবনচর্চার অর্থ খুঁজিনি। মানবভাগ্যের রূপরেখাকে দেখেছি সামগ্রিকভাবে তারই কর্মফলের বৃত্তে। প্রতিটি গল্পেই বলতে চেয়েছি দ্বা›িদ্বক প্রেক্ষাপট যদি তৈরি হয় বস্তুজীবনে, তবে তা সমাধানের এবং নতুন পর্যায়ে উত্তরণের চাবিকাঠিও খুঁজতে হয় ওই বস্তুজীবনে। আমি জানি জীবসত্তার তাড়নায় মানুষই খোঁজে তার মৌলিক বিশেষত্ব।
গল্পগুলো পাঠকের বিচারে কোথায় দাঁড়াবে জানি না তবে যাপিত জীবনের বিচিত্র উপাখ্যান নিজের অভিজ্ঞতা ও অন্তর্নিহিত ভাবের সমন্বয়ে তুলে আনতে চেষ্টা করেছি। বিচারের ভার পাঠকের হাতেই।
রুকসানা হক
Reviews
There are no reviews yet.