“প্রিয় কৃষ্ণ আকাশ,
শুধুই না হয় হলাম দু’জন মনসঙ্গী মেঘপাড়ায়,
ঝলসে ওঠা বিদ্যুৎলহর দূর ঐ আকাশডাঙায়
অবাধ্য বারিধারা যৌবনা পৃথিবীর গায়,
না পাওয়ার প্রতি আক্ষেপ, প্রতি নিশ্বাস, অপূর্ণতায়।”
শুধুই না হয় হলাম দু’জন মনসঙ্গী মেঘপাড়ায়,
ঝলসে ওঠা বিদ্যুৎলহর দূর ঐ আকাশডাঙায়
অবাধ্য বারিধারা যৌবনা পৃথিবীর গায়,
না পাওয়ার প্রতি আক্ষেপ, প্রতি নিশ্বাস, অপূর্ণতায়।”
হারিয়ে ফেলা প্রিয় মানুষটিকে খুব সহজেই খুঁজে পাওয়া যায় কল্পনার মেঘরাজ্যে। শতশত মেঘের আয়োজনে, মেঘের কালো ঘনঘটার আড়ালে প্রিয় যুগলের মিলনোৎসব।
Reviews
There are no reviews yet.