হঠাৎ করে সবার সামনে বক্তৃতা দিতে হবে। পূর্ব অভিজ্ঞতা নেই, তাই কীভাবে কী করবেন বুঝতে পারছেন না। হয়ত এই বক্তৃতার মাধ্যমেই আপনার কর্মজীবনের নতুন দুয়ার খুলে যাবে। তাই খুব চিন্তিত।
আসলে আপনি একজন উদ্যোক্তা হোন কিংবা চাকুরীজীবী, জীবনের যে কোনো সময় বক্তৃতা দেবার প্রয়োজন দেখা দিতে পারে। বক্তা হিসেবে ব্যক্তিগত জীবনে আমরা হয়ত অনেকেই খুব ভালো, কিন্তু একটা বিশাল অডিয়েন্সের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দেবার অভিজ্ঞতা না থাকায় স্টেজে উঠে খেই হারিয়ে ফেলি। নার্ভাস হয়ে পড়ি খুব, শব্দ খুঁজে পাই না, লাইন হারিয়ে ফেলি, এরকম নানান সমস্যার মধ্যে পড়তে হয়।
বক্তৃতা শেখার জন্য বিশ্বজুড়ে যে কয়েকটি বই বেস্ট সেলার স্থান দখল করে আছে, তার মধ্যে ডেল কার্নেগীর এই বইটি অন্যতম। কীভাবে হাজার হাজার মানুষের সামনে নিজেকে উপস্থাপন করবেন, নিজের কনফিডেন্স লেভেল কীভাবে সর্বোচ্চ স্তরে নিয়ে যাবেন, এ বিষয়ে সব দিকনির্দেশনা পাবেন এই বইতে।
বক্তব্য কীভাবে শুরু করতে হবে, কীভাবে বক্তব্য শেষ করতে হবে, শ্রোতাদের আগ্রহী করে তোলা ইত্যাদি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে।
Reviews
There are no reviews yet.