প্রণয় পত্র

৳ 224

পত্রকাব্য বা লিপিকাব্যে (Epistle) পত্ৰলেখার অন্তরঙ্গ ভঙ্গিতে কোনও প্রিয়জন বা পৃষ্ঠপোষক ব্যক্তির উদ্দেশ্যে কবিতা রচিত হয়।
বাংলা সাহিত্যে এধারাটির বেশ জনপ্রিয়তা রয়েছে।পূর্ণেন্দু পত্রীর ‘কথোপকথন’ সিরিজের নায়ক-নায়িকা শুভঙ্কর ও নন্দিনী যে একদা বাঙালি প্রেমিকের খুব কাছের মানুষ হয়ে উঠেছিল, সে কথা অস্বীকার করার কোনও জায়গা নেই। প্রণয় পত্র গ্রন্থে কবি সিন্ধু মাহমুদের নায়ক সুহৃদ আর নায়িকা সুকণ্যা পাঠকের কাছের মানুষ হয়ে যাবে বলে আমি মনে করি। পত্রকাব্যের ভাঁজে ভাঁজে পাঠক খুঁজে পাবে কাব্যিক রস।পাঠকের সংগ্রহে রাখার মতো একটি গ্রন্থ ‘ প্রণয় পত্র’।বইটির পাঠকপ্রিয়তা কামনা করছি।