Look Inside

নির্ভিক নন্দিনীদের কথা

৳ 240

নারী-পুরুষ মিলিয়েই সমাজ। কিন্তু একজন নারী এগিয়ে যেতে চাইলে, তাকে পেছন থেকে টেনে রাখার সব বন্দোবস্তই করা হয়। অর্থাৎ একজন নারী পুরুষের সমপথে হাঁটতে চাইলে তাকে দ্বিগুণ শক্তি প্রয়োগ করতে হয়। পুরুষতান্ত্রিক মানসিকতা শুধু যে একজন পুরুষের মধ্যেই থাকে, তা নয়। কখনো কখনো নারীর মধ্যেও পুরুষতান্ত্রিকতা প্রকটভাবে থাকতে দেখা যায়। তাহ্ মিনা নিশার ‘ নির্ভিক নন্দিনীদের কথা ‘ গল্পগ্রন্থটিতে নারীদের সাহসিকতার গল্প দিয়ে সাজানো হয়েছে।বেশ কিছু আত্মপ্রত্যয়ী নারীদের গল্প রয়েছে বইটিতে।গল্পগুলো আমাদের সমাজের পিছিয়ে পড়া নারীদেরকে এগিয়ে যাবার পথ দেখাবে।নিজেদেরকে আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলতে উদ্যোগী হবে। শুধু নারীদের গল্প নিয়ে এরকম একটি বই করার জন্য গল্পকার তাহ্ মিনা নিশা নিঃসন্দেহে প্রশংসা পাওয়ার দাবীদার।বইটি পাঠকদের মনের খোরাক জোগাতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস।