প্রত্যেক মানুষের মনের গহীন গোপনে প্রোথিত থাকে একটি নিঝুম নদী। ভীষণ সুখী মানুষও কখনো কখনো দুঃখ বিলাসী হয়ে ওঠে- তখন সেই নিঝুম নদীর জলে পা ডুবিয়ে নৈঃশব্দ্যের মগ্ন তন্ময়তায় নিজেকে হারিয়ে খুঁজে।অপার সুখ ও অতল বিষাদের সমান্তরালে জীবন দ্বিধায় থাকে – মানুষ বেঁচে থাকে মায়ার টানে।
কেউ একজন বলেছিলো
” যদি একদম একা হয়ে যাও
তবে নিজেকে চিনতে পারবে।”
তখন বুঝিনি
হয়তোবা বোঝার দায়ও ছিল না।
নিজেকে কেই বা কবে খুঁজে!
বাউলেরা ঠিকই বোঝে
জীবন রঙ্গের খেলা।
জীবন একটা প্রতিধ্বনি।
একটু মায়া থেকে যায় পরিশিষ্ঠ
নইলে মানুষ বাঁচে কি করে!!
কেউ একজন বলেছিলো
” যদি একদম একা হয়ে যাও
তবে নিজেকে চিনতে পারবে।”
তখন বুঝিনি
হয়তোবা বোঝার দায়ও ছিল না।
নিজেকে কেই বা কবে খুঁজে!
বাউলেরা ঠিকই বোঝে
জীবন রঙ্গের খেলা।
জীবন একটা প্রতিধ্বনি।
একটু মায়া থেকে যায় পরিশিষ্ঠ
নইলে মানুষ বাঁচে কি করে!!




Your review is awaiting approval
https://t.me/s/officials_1GO