বাঙলা কথা সাহিত্যের এক যাদুকরী মাধ্যম ছোটগল্প। মেদ হীন গদ্যের দ্যুতি ছড়িয়ে লেখক যতোটা গল্পের বুননে মনোনিবেশ করেন তার চেয়ে অধিক ইন্দ্রিয় সজাগ রাখেন ভাষার আঙ্গিক নির্মাণে। মূলত ভাষাবোধ গঠনের পারঙ্গমতায় লেখক জানান দেন কথা সাহিত্যে তার স্বীয় স্বকীয়তা। মিজান মজুমদার তাদেরই একজন। মনুষ্য জীবনের প্রেম, বিরহ, কাম , দ্রোহ , ক্ষোভ, বিক্ষোভ, হতাশা কিংবা আশা- নিরাশা’র দোলাচলে মনোজগতে যে আনন্দ কিংবা বেদনার পরম্পরা তৈরি হয় তাঁকে ছুঁয়ে দেন অবলীলায়। বরাবরই জীবনবোধের যা কিছু দৃশ্যমান তার থেকে অধিক অন্ধকারের অতল গহবরে ঘুর্নায়মান । লেখক সেই অন্ধকারে হেঁটে বেড়ান দ্বিধাহীন এবং তুলে আনেন জীবনের ক্ষত – পুঁজ। পাঠক সেইসব ক্ষত অবলোকন করতে করতে স্বীয় জীবনের ছায়া দেখে আঁতকে ওঠেন, প্রেম কিংবা বিরহের চিত্রায়ণে নিমগ্ন হতে হতে স্মৃতিকাতর হয়ে ওঠেন। শব্দহীন ভাঙন গল্পগ্রন্থ জীবনবোধের সেই অসামান্য আখ্যান।
এগারোটি গল্পের প্রতিটি গল্পে তিনি মূলতঃ একেকটা সময়কে চিত্রিত করেছেন এবং প্রতিটি গল্পের চিত্রায়ণে নিজস্বতা জানান দিয়েছেন।
এগারোটি গল্পের প্রতিটি গল্পে তিনি মূলতঃ একেকটা সময়কে চিত্রিত করেছেন এবং প্রতিটি গল্পের চিত্রায়ণে নিজস্বতা জানান দিয়েছেন।





Your review is awaiting approval
https://t.me/s/dragon_money_mani/36