প্রিয় মানুষের কাছে সবসময় প্রত্যাশা অনেক বেশি থাকে। চোখ বুজে তাদের উপর ভরসা করা যায়। কিন্তু সেই প্রিয় মানুষ যদি কখনো প্রতারণা করে তবে তার কষ্ট হয় সমুদ্র সমান। সমুদ্রের ঢেউয়ের আছারে ধীরে ধীরে পাড়গুলো ভাঙতে শুরু করে। ভেঙে যাওয়া পাড়গুলো আর কখনো মসৃণ হয় না। ভেঙে যাওয়া সম্পর্ক এই ভাঙা পাড়ের মতো। একবার ভেঙে গেলে তা আর আগের মতো কখনোই হয় না।