প্রকৃতি ও জীবন

৳ 176

ভেবেছিলাম বাকি জীবন শুধু
তোমাকেই ভালোবাসবো
এখন ভাবলে হাসি পায়।
আমার ভাবনাগুলো কেন যে
এত এলোমেলো খাপছাড়া
না বুঝের প্রশ্নের মতো?
কী অদ্ভুত তাই না, ‘ভালোবাসা’
চার অক্ষরের একটি শব্দ
অথচ কী সুমধুর ধ্বনিতে
মনে জাগায় শিহরণ।
কী আশ্চর্য হঠাৎই সে শিহরণ
একটিমাত্র ঝাঁকুনিতে
পরিণত হয় কাঁপুনিতে।
পরবর্তীতে জন্ম নেয় ঘৃণা
ভুল বললাম ঘৃণা নয়
হতে হয় অবাক।
কী তুচ্ছ কারণেই আমরা
ভালোবাসা ভেঙে দিতে পারি
আচ্ছা ভালোবাসা কি এতই ঠুনকো!
সামান্য পলকা বাতাসেই
শুকনো পাতার মতো ঝড়ে পড়ে?
এত সুর এত গান
কী তবে প্রয়োজন এসবের?
ভালোবাসাই জন্ম দেয় সুরের, গানের, কবিতার
ভালোবাসা হারিয়ে গেলে সব কি হারিয়ে যাবে!