“সানজিদা আমীর ইনিসীর গল্প প্রায়শ শুরু হয় গল্পের ছলে, শেষ হয় ভাবনার ভঙ্গিতে। উত্তমপুরুষে বলা গল্পগুলোতে কথকের নাম ইনিসী। বাংলা ছোটগল্পে লেখক ও কথকের নামের এই অভিন্নতা সচেতন প্রয়াস— তবুও লেখক ইনিসীকে কথক ইনিসী ধরে গল্পপাঠ ঠিক হতেও পারে, নাও হতে পারে। এইসব গল্পে সম্পর্ক সম্পর্কে, মধ্যবিত্ত বিষয়ে কিংবা গল্পের আঙ্গিক নিয়ে কেন্দ্রীয় কোনো ধারণা আসলেই দেওয়া যায় না। পারিবারিক চরিত্রগুলোর বন্ধন-কার্যকারিতা গল্পকারের রূপকল্প ও ভাবাদর্শমাফিক। উপস্থাপিত মধ্যবিত্ত মনোরম, আবার মনোটোনাসও! সংজ্ঞায়িত মধ্যবিত্ত বৃত্তের বাইরে মন নিয়ে বের হতে চেয়েছে। সময়ের প্রবাহে নয় জীবন, জীবনের হিমবাহে সময়ের শীত— অনাকাঙ্ক্ষিত কিছু শৈত্যে গল্প বরফ-শীতল। চোখের পলক ফেলার মতো সহজ, আর অপলক তাকাবার মতো কঠিন অনুভবের সঙ্গে পরিচিত হওয়ার জন্যই যেন ‘কয়েকশো নটিক্যাল মাইল’। লেখকের সঙ্গে পাঠকের যাত্রা শুভ হোক!
— মেহেদী উল্লাহ
— মেহেদী উল্লাহ




Your review is awaiting approval
https://t.me/s/BeEFcasInO_OffICiAlS
Your review is awaiting approval
https://t.me/s/officials_pokerdom/3221