বই পরিচিতি
আমাদের তরুণ প্রজন্মের একটি অংশ যেন নতুন করে বড় স্বপ্ন দেখতে ভুলে গেছে, আরেকটি অংশ স্বপ্ন দেখতে ভয় পায়। আমি একজন স্বপ্নচারী। তাই আমি নিজে নতুন স্বপ্ন দেখতে এবং অন্যকে স্বপ্ন দেখাতে ভীষণ পছন্দ করি। যারা নতুন স্বপ্ন দেখতে ভুলে গেছে ব্যর্থতার ভয়ে কিংবা হতাশার কারণে, ‘তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে’ বই তাদের নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। শুধু নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিতই করবে না, স্বপ্নকে ছুঁতে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করবে। বড় স্বপ্ন দেখা ও বড় স্বপ্ন পূরণ নিয়ে বিদ্যমান ধারণা বদলে দিবে।
এই বইটি কেবল বড়দের জন্যই নয়, ছোটোরাও পড়তে পারবে। আপনি যদি অভিভাবক হয়ে থাকেন, তাহলে আপনার সন্তান বা ভাই-বোনদেরও বইটি উপহার দিতে পারেন। বইটি বড় বড় স্বপ্ন দেখতে ও স্বপ্ন পূরণে পরিশ্রম করতে তাদের অনুপ্রাণিত করবে। বড় স্বপ্ন দেখা নিয়ে তাদের ভয়-ভীতি দূর করে বড় স্বপ্ন দেখতে ও বড় স্বপ্ন ছুঁতে তাদের চিন্তা-জগতকে নতুন করে নাড়া দিবে, নতুন করে ভাবতে খোরাক জোগাবে।
উৎসর্গ
যে মহান মানুষটি শীতের সকালে নিজে ঠান্ডা ভাত খেয়ে আমাদের গরম ভাত খেতে দিয়েছেন, যে মানুষটির কাছ থেকে শিখেছি কীভাবে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে হয়, সেই মমতাময়ী মায়ের চরণে।
ভূমিকা
যারা নতুন নতুন স্বপ্ন দেখতে পছন্দ করে, যারা তাদের স্বপ্নকে ছুঁতে উদগ্রীব, এই বইটি সেইসব স্বপ্নবাজদের জন্য। তাই, তোমার স্বপ্ন পূরণে তোমার ভূমিকা-ই হোক এ বইয়ের ভূমিকা।
আমাদের তরুণ প্রজন্মের একটি অংশ যেন নতুন করে বড় স্বপ্ন দেখতে ভুলে গেছে, আরেকটি অংশ স্বপ্ন দেখতে ভয় পায়। আমি একজন স্বপ্নচারী। তাই আমি নিজে নতুন স্বপ্ন দেখতে এবং অন্যকে স্বপ্ন দেখাতে ভীষণ পছন্দ করি। যারা নতুন স্বপ্ন দেখতে ভুলে গেছে ব্যর্থতার ভয়ে কিংবা হতাশার কারণে, ‘তুমিও পারবে স্বপ্নকে ছুঁতে’ বই তাদের নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। শুধু নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিতই করবে না, স্বপ্নকে ছুঁতে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করবে। বড় স্বপ্ন দেখা ও বড় স্বপ্ন পূরণ নিয়ে বিদ্যমান ধারণা বদলে দিবে।
এই বইটি কেবল বড়দের জন্যই নয়, ছোটোরাও পড়তে পারবে। আপনি যদি অভিভাবক হয়ে থাকেন, তাহলে আপনার সন্তান বা ভাই-বোনদেরও বইটি উপহার দিতে পারেন। বইটি বড় বড় স্বপ্ন দেখতে ও স্বপ্ন পূরণে পরিশ্রম করতে তাদের অনুপ্রাণিত করবে। বড় স্বপ্ন দেখা নিয়ে তাদের ভয়-ভীতি দূর করে বড় স্বপ্ন দেখতে ও বড় স্বপ্ন ছুঁতে তাদের চিন্তা-জগতকে নতুন করে নাড়া দিবে, নতুন করে ভাবতে খোরাক জোগাবে।
উৎসর্গ
যে মহান মানুষটি শীতের সকালে নিজে ঠান্ডা ভাত খেয়ে আমাদের গরম ভাত খেতে দিয়েছেন, যে মানুষটির কাছ থেকে শিখেছি কীভাবে সর্বাবস্থায় ধৈর্য ধারণ করতে হয়, সেই মমতাময়ী মায়ের চরণে।
ভূমিকা
যারা নতুন নতুন স্বপ্ন দেখতে পছন্দ করে, যারা তাদের স্বপ্নকে ছুঁতে উদগ্রীব, এই বইটি সেইসব স্বপ্নবাজদের জন্য। তাই, তোমার স্বপ্ন পূরণে তোমার ভূমিকা-ই হোক এ বইয়ের ভূমিকা।





Your review is awaiting approval
https://t.me/s/Martin_casino_officials
Your review is awaiting approval
https://t.me/s/flagman_official_registration