“গ্রাফিক নভেল-২ : মুজিব” বই সম্পর্কে কিছু কথাঃ
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে রচিত ও চিত্রিত ‘মুজিব’ একটি গ্রাফিক নভেল। ১৯৬৭ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় শেখ মুজিব এই স্মৃতিচারণটি লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি।
এই গ্রাফিক নভেল বইতে আছে তার আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, জন্ম ও শৈশব, স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-আলেখ্য নিয়ে গদ্য ও চিত্রের যুত্সই সমন্বয়ে তৈরি এই গ্রাফিক নভেল সববয়সি পাঠকের জন্য সমান আনন্দের রসদ যােগাবে।
সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে রচিত ও চিত্রিত ‘মুজিব’ একটি গ্রাফিক নভেল। ১৯৬৭ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা অবস্থায় শেখ মুজিব এই স্মৃতিচারণটি লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি।
এই গ্রাফিক নভেল বইতে আছে তার আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, জন্ম ও শৈশব, স্কুল ও কলেজের শিক্ষাজীবনের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রত্যক্ষ অভিজ্ঞতার বর্ণনা। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-আলেখ্য নিয়ে গদ্য ও চিত্রের যুত্সই সমন্বয়ে তৈরি এই গ্রাফিক নভেল সববয়সি পাঠকের জন্য সমান আনন্দের রসদ যােগাবে।



Your review is awaiting approval
https://t.me/s/Volna_officials
Your review is awaiting approval
https://t.me/officials_pokerdom/3181
Your review is awaiting approval
https://t.me/s/Top_BestCasino/173